শেরপুরের নকলা উপজেলাস্থ শেরপুর সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-তে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) ১৪৪৬ হিজরী উদযাপন উপলক্ষে নবীজির জীবনাদর্শ, কর্ম ও তাঁর শিক্ষা বিষয়ক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ১২ রবিউল আউয়াল সকালে টিটিসির সেমিনার কক্ষে অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসান-এঁর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, টিটিসির চীফ ইন্সট্রাক্টর (প্রধান প্রশিক্ষক) এস.এম আজহার, প্রশিক্ষক ইসমাইল হোসেন, প্রশিক্ষক নিরমন বাশার, প্রশিক্ষক মোঃ রবিউল ইসলাম, প্রশিক্ষক হেলাল উদ্দিন ও প্রশিক্ষক সোলাইমানসহ অনেকে। বক্তারা নবীজির জীবনাদর্শ, কর্ম ও তাঁর শিক্ষা বিষয়ক বিস্তারিত আলোচনা করেন।
এসময় টিটিসির অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগন, বিভিন্ন ট্রেডের প্রশিক্ষক-প্রশিক্ষণার্থী, শিক্ষক-শিক্ষার্থী ও বিদেশগামী প্রশিক্ষিত কর্মীগন উপস্থিত ছিলেন। আলোচনা সভার পরে উপস্থিত সকলকে সাথে নিয়ে দেশ ও জাতির মঙ্গলার্থে বিশেষ দোয়া পরিচালনা করেন প্রশিক্ষক ইসমাইল হোসেন।