সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৫:৩৮ অপরাহ্ন

শেরপুরের নালিতাবাড়ীতে জালে আটকা পড়া অজগর বনে অবমুক্ত

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৫ বার পঠিত

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার একটি মরিচ ক্ষেতের জালে আটকা পড়া অজগর উদ্ধার করেছেন স্থানীয়রা। পরে বন বিভাগ খবর দিলে উদ্ধারকৃত অজগরটি তারা বনে অবমুক্ত করেন। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে হাতিপাগার গ্রামের সিরাজুল ইসলাম নামে এক কৃষকের ক্ষেতে অজগর সাপটি পাওয়া যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে ওই গ্রামের নাহিদ ও লুৎফর নামে দুই যুবক মাছ ধরার জন্য গাছ থেকে পিঁপড়ার ডিম সংগ্রহ করতে ভোগাই নদীর ধারে যায়। এসময় তারা কৃষক সিরাজুল ইসলামের মরিচের ক্ষেতের আইলে সুতার জাল দিয়ে বানানো বেড়ায় একটি বড় সাপ আটকে থাকতে দেখে। পরে তারা কাছ গেলে সাপটি অজগর বলে চিনতে পারে এবং স্থানীয় নয়াবিল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানকে খবর দেয়। খবর পেয়ে ইউপি চেয়ারম্যান বিষয়টি বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তাকে জানান। পরে বন বিভাগের লোকজন এসে বিকেলে অজগর সাপটি উদ্ধার করে নিয়ে যায়। এসময় অজগর সাপটি দেখতে আশপাশের উৎসুক মানুষ ভিড় করে।

উদ্ধারকৃত অজগর সাপটি লম্বায় ৮ ফুটের উপরে এবং ওজন প্রায় ৯ কেজি বলে জানিয়েছেন মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম। তিনি জানান, গায়ে আটকে থাকা জাল কেটে সন্ধ্যায় সম্পূর্ণ সুস্থ অবস্থায় অজগর সাপটি মধুটিলা বনে অবমুক্ত করা হয়েছে।

এলাকাবাসী ধারনা করে জানান,  নদীপথে পাহাড়ের গহীন থেকে অজগর সাপটি ভেসে এসে নদীর ধারের ক্ষেতের জালে আটকা পড়েছিল।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।