প্রকৃতি কন্যাখ্যাত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অন্যতম অনুষদ কৃষি। আর এই কৃষি অনুষদের গুরুত্বপূর্ণ বিভাগ হলো হর্টিকালচার। এই অনুষদের শিক্ষার্থীরা তাদের চার বছরের স্নাতক শিক্ষা জীবনে বইয়ের জ্ঞান আহরণের পাশাপাশি ব্যবহারিক জ্ঞান আহরণের জন্য সুযোগ পায় অনেক আকর্ষণীয় ও দর্শনীয় জায়গায় শিক্ষা সফরের। সবসময় ক্লাস পরীক্ষা ও অ্যাসাইনমেন্টের চাপে শিক্ষা সফরগুলো সত্যিই মনে বসন্তের পরশ আনে।
আর তাইতো, শনিবার (১৪ সেপ্টেম্বর) কৃষি অনুষদের লেভেল-৪ সেমিস্টার-১ এর শিক্ষার্থী হর্টিকালচার বিভাগের আওতায় একাডেমিক ট্যুরের অংশ হিসেবে শেরপুর জেলার নকলা বিএডিসি হিমাগারে কাটিয়ে গেলেন পুরো একটি দিন। হর্টিকালচার বিভাগের জনপ্রিয় ৬ জন শিক্ষকের নেতৃত্বে ৩১৭ জন ছাত্র-ছাত্রী এক দিনের এ শিক্ষা সফর সুষ্ঠুভাবে সম্পন্ন করেন।
বৃহত্তর ময়মনসিংহের মধ্যে নকলা বিএডিসি হিমাগার যেন প্রাকৃতিক সৌন্দর্যে গেড়া আলাদা একটি জগৎ। যে কাউকে আকৃষ্ট করার মতো মনোরম গ্রামীন পরিবেশে এটি অবস্থিত। সেখানকার নিয়মশৃঙ্খলা, অফিস বা কার্যালয়, আবাসন, যাতায়াত ও নিরাপদ খাবার ব্যবস্থা, প্রাকৃতিক সৌন্দর্য সবকিছুতেই যেন যত্ন ও পরিশীলতার ছোঁয়া।
এদিন দুপুরের খাবারের পরে বিএডিসি মিলনায়তনে শুরু হয় ওপেনিং সেশন। সফরে আসা শিক্ষক-শিক্ষার্থী সবাই বিএডিসি নকলা হিমাগারের উপপরিচালক (টিসি) কৃষিবিদ মো. শহীদুল ইসলাম-এর নেতৃত্বে সেখানকার শিক্ষণীয় বিভিন্ন স্থান ও স্থাপনাসহ নানান বিষয়াবলী পরিদর্শন করেন। পরে এক অপরের সাথে অভিজ্ঞতা বিনিময় মূলক কথোপকথন হয়। হয় আলোচনা সভাও। এ সভায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের হর্টিকালচার বিভাগের ৬ শিক্ষকসহ বিএডিসি নকলা হিমাগারের উপপরিচালক (টিসি) কৃষিবিদ মো. শহীদুল ইসলাম ও শিক্ষা সফরে অংশ গ্রহন করা শিক্ষার্থীরা নিজ নিজ অভিজ্ঞতা অর্জন বিষয়ে বক্তব্য রাখেন। এসময় উপসহকারী পরিচালক (টিসি) মো. মিজানুর রহমানসহ শিক্ষা সফরে অংশ গ্রহনকারী শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সব মিলিয়ে চমৎকার একটি দিন অতিবাহিত করেন শিক্ষক-শিক্ষার্থীরা। অবশেষে একগুচ্ছ সুখময় স্মৃতি, শিক্ষকদের সাথে কাটানো প্রতিটি সময়ে আরোহিত ব্যবহারিক অভিজ্ঞতাকে পুঁজি করে শেষ বিকালে রওয়ানা দেওয়া হয় সেই চিরচেনা সবুজ ক্যাম্পাসের উদ্দেশ্য।
বিশ্ববিদ্যালয়ের জীবন প্রকৃতির মাঝে স্মৃতির পাতায় স্মরণীয় হয়ে থাকবে এই দিনটি, এমনটাই জানান শিক্ষা সফরে অংশ গ্রহনকারী শিক্ষক-শিক্ষার্থী ও বিএডিসি নকলা হিমাগারের কর্মকর্তাগন। ফিরার জন্য প্রস্তুতির আগেই এই ভ্রমনকে স্মৃতি হিসেবে ধরে রাখতে সবাই ফটো সেশনে অংশনেন।