শেরপুরের ঝিনাইগাতীতে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর হিউম্যান পটেনশিয়াল সাসটেইনেবিলিটি (ডপস) নামক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ৬০ শিক্ষার্থীদের মাঝে পাঠ্য বইয়ের সহায়ক বইসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডপস’র প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শাহীন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রাণী ভৌমিক।
ডপস-এর প্রতিষ্ঠাতা মোঃ শাহিন মিয়া বিএসপি’র সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মো. সৈয়দুর আলী, শালচূড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হান্নান, রাংটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জমশেদ আলী, ডপস-এর সভাপতি অবসর প্রাপ্ত সার্জেন্ট মোঃ শহিদুর রহমান, সহকারী শিক্ষক হারুন অর রশিদ, ইউপি সদস্য ও সাংবাদিক মো. জাহিদুল হক মনির ও কবি সাহিত্যিক হাসান সরাফত প্রমুখ।
ডপস’র প্রতিষ্ঠাতা মোঃ শাহিন মিয়া বিএসপি জানান, তার আয়ের একটি অংশ ডপসের শিক্ষার্থীরে পিছনে ব্যয় করে আনন্দ পান। এছাড়া এই মহতী কাজে বিভিন্ন শুভাকাঙ্খী জনের সহায়তায় ডপসের সদস্যদের শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়া হচ্ছে বলেও তিনি জানান। শুভাকাঙ্খীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সমাজের সকলকে একাজে এগিয়ে আসার আহবান জানান তিনি। এসময় ডপস সদস্য শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন, স্থানীয় অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ডপস-এর সভাপতি শহিদুর রহমানের দেওয়া তথ্যমতে, জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ এ উত্তীর্ণ আর্থিকভাবে অস্বচ্ছল পরিবারের শিক্ষার্থীদের বাছাইয়ের মাধ্যমে শেরপুর সদর উপজেলার ৮০ জন, শ্রীবরদীর ৬৭ জন ও ঝিনাইগাতী উপজেলার ৬০ জনের মাঝে পাঠ্য বইয়ের সহায়ক বইসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ কাজ সম্পন্ন করা হয়েছে। চলতি সপ্তাহের মধ্যেই জেলার বাকি নালিতাবাড়ী উপজেলার উপকারভোগী ৬০ জন ও নকলার ৫০ জন শিক্ষার্থীর মাঝে এসব বিতরণ করা হবে।