বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নকলায় জরায়ুর মুখ ক্যান্সার প্রতিরোধ ক্যাম্পেইন বিষয়ক সচেতনতামূলক সভা ভাগ্নার জন্মদিন উপলক্ষে ২০২০ সালে লেখা সদ্য প্রয়াত মার্জেনা চৌধুরী’র কবিতা ঘুরে বেড়াচ্ছে নেট দুনিয়ায় নকলা প্রেসক্লাব পরিবারের পূজামন্ডপ পরিদর্শন হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় নকলায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে ফাহিম চৌধুরীর শারদীয় শুভেচ্ছা বিনিময় আর্থিক অনুদান প্রদান নকলায় বন্যাক্রান্ত পূজামন্ডপে পূজা উদযাপন পরিষদের সহায়তা প্রদান নকলা-নালিতাবাড়ীর বন্যার্তদের পাশে প্রকৌশলী ফাহিম চৌধুরী নকলা ও ফুলপুরের বন্যার্তদের পাশে নকলার সিনিয়র-জুনিয়র বন্ধুমহল শেরপুরে বন্যার্তদের পাশে বাংলাদেশ সেনাবাহিনী : সর্বমহলে প্রশংসা নকলার বন্যা পরিস্থিতি পরিদর্শনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ৩ শতাধিক বন্যার্তের মাঝে খাবার বিতরণ নকলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী আলোচনা সভা

ফেনীতে বন্যাদূর্গতদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় | শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৩ বার পঠিত

ফেনীতে বন্যাদূর্গতদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়েছে। শুক্রবার দিন ব্যাপী জেলার মাথিয়ারা গ্রাম ও তার আশেপাশের অঞ্চলের বন্যাদূর্গতদের জন্য মাথিয়ারা বসুমিয়া চৌধুরী বাড়ীর আয়োজন মাথিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এদিন দেড় সহস্রাধিক (১,৫০০+) রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় সকল ঔষধ বিনামূল্যে সরবরাহ করা হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজের রেজিস্টার (নিউরোসার্জারি) ডাঃ মাজেদ সুলতান, রেজিস্টার (নেফ্রলজি) ডাঃ বিপ্লব বড়ুয়া, ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের অর্থোপেডিক্স ও ট্রমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মোহাম্মদ সাইফুল ইসলাম, নোয়াখালী মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক (মেডিসিন বিভাগ) ডাঃ শহীদুল্লাহ দিদার, ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ এন্ড হসপিটালের গাইনোকোলজিক্যাল অনকোলজি ডাঃ তাসলিমা নিগার, মুন্সিগঞ্জ সরকারি হাসপাতালের গাইনোকোলজিস্ট ডাঃ নৌরিন, ফেনী সদর হাসপাতালের ডাঃ মাসুদ রানাসহ ফেনী সদর হাসপাতালের বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকগন রোগীদের চিকিৎসাসেবা ও ব্যবস্থাপত্র প্রদান করেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের অর্থোপেডিক্স ও ট্রমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এ মহতী কাজের উদ্যোক্তা বন্ধুবর আরিফ চৌধুরী ও তার বড় ভাই ইজাজ চৌধুরীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে অংশ গ্রহনকারী ঐতিহ্যবাহী নটরডেম কলেজের সাবেক বন্ধু ও তাদের সহধর্মিনী সকলকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি বলেন, তাদের সার্বিক ব্যবস্থাপনায় ফেনী জেলার বন্যাদূর্গতদের জন্য সামর্থ অনুযায়ী ফ্রি সেবা দিতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।