শেরপুরের নকলায় ভ্যানগাড়ীর চাপায় শ্রাবন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার চরঅস্টধর ইউনিয়নের নারায়নখোলা গ্রামে এ ঘটনাটি ঘটে। শ্রাবন জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকার রফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জান গেছে, শ্রাবন কয়েক মাস আগে তার নানা আকাব্বর আলীর বাড়ী নকলা উপজেলার নারায়খোলা এলাকায় থাকতো। শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে নারায়নখোলা এলাকার খোরশেদ আলমের বাড়ির পাশে রাস্তার উপর ভ্যান চালক মারফত আলী মনের ভুলে তার ব্যাটারিচালিত ভ্যানগাড়িতে চাবি রেখে চলে যায়। এই সুযোগে শ্রাবন ভ্যান গাড়ীতে উঠে পিকআপ ধরে টান দিতেই ভ্যানটি রাস্তার পাশে উল্টে যায় এতে সে ভ্যানের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া ঘটনার সতত্য নিশ্চিত করে জানান, উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের নারাখোলা এলাকায় ভ্যানগাড়ী চাপায় শ্রাবন নামের এক শিশুর মৃত্যুর খবর পেয়ে সেখানে পুলিশ গিয়েছিলো। এ বিষয়ে পরবর্তি আইনি কার্যক্রম চলমান আছে।