শেরপুরে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর হিউম্যান পটেনশিয়াল সাসটেইনেবিলিটি (ডপস) নামক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে পাঠ্য বইয়ের সহায়ক বইসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) জেলার শ্রীবরদী উপজেলার তাতীহাটি আইডিয়াল স্কুলের মিলনায়তনে আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডপস’র প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শাহীন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ পায়রা চৌধুরী।
ডপস-এর প্রতিষ্ঠাতা মোঃ শাহিন মিয়া বিএসপি’র সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন, তাতীহাটি আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক নুরুজ্জামান বাদল, বানিবাইদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম, ডপস-এর সভাপতি অবসর প্রাপ্ত সার্জেন্ট মোঃ শহিদুর রহমান, শ্রীবরদী প্রেস ক্লাবের সভাপতি রেজাউল করিম বকুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ডপস সদস্য রাসেল ও সদস্য আব্দুল হাকিম প্রমুখ।
ডপস’র প্রতিষ্ঠাতা মোঃ শাহিন মিয়া বিএসপি জানান, তার আয়ের একটি অংশ ডপসের শিক্ষার্থীরে পিছনে ব্যয় করে আনন্দ পান। এছাড়া এই মহতী কাজে বিভিন্ন শুভাকাঙ্খী জনের সহায়তায় ডপসের সদস্যদের শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়া হচ্ছে বলেও তিনি জানান। শুভাকাঙ্খীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সমাজের সকলকে একাজে এগিয়ে আসার আহবান জানান তিনি। এসময় ডপস সদস্য শিক্ষার্থী, স্থানীয় অভিভাবক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
ডপস-এর সভাপতি শহিদুর রহমানের দেওয়া তথ্যমতে, এদিন নবম ও দশম শ্রেণীতে অধ্যয়নরত ডপস সদস্য ৬৭ জন শিক্ষার্থীর শিক্ষার্থীর হাতে বিনামূল্যে পাঠ্যবইয়ের সহায়ক বই ও বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।