শেরপুরের নকলায় তারুণ্য স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট-২০২৪ (সিজন-২) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা পাঠাকাটা উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
এতে সাইলামপুর ফুটবল একাদশ ৪-৩ গোলে চক-পাঠাকাটা ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলাটি নির্ধারিত সময়ে অমীমাংসিত থাকায় ট্রাইব্রেকারের মাধ্যমে ফলাফল নির্ধারন করা হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মোবারক হোসেন মিন্টুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপি’র আহবায়ক ৭নং টালকী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ খোরশেদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই খেলার উদ্বোধন করেন।
পাঠাকাটা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান স্বপন-এর সঞ্চালনায় ফাইনাল খেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং পাঠাকাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক, উপজেলা বিএনপির সদস্য রাব্বেনুর চৌধুরী, জেলা বিএনপির সদস্য এনামুল হক রিপন ও পাঠাকাটা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ মফিদুল ইসলাম তালুকদার।
খেলাটি পরিচালনায় প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন ফিফার সনদপ্রাপ্ত রেফারী শাহ আলম এবং সহকারী রেফারী হিসেবে ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সনদপ্রাপ্ত রেফারী মীর মোতালেব হোসেন শিপন ও মামুন মিয়া। খেলাটির ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন গীতিকার প্রযোজক মনোহর মাহমুদ মিলন।
খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের অধিনায়কের হাতে ট্রফি তুলেদেন। এসময় উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে আগত ক্রীড়ামোদী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অগণিত দর্শক উপস্থিত ছিলেন।