শেরপুরের নকলায় পুকুরের পানিতে ডুবে তকরিম (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে উপজেলার টালকী ইউনিয়নের বিবিরচর গ্রামে এ ঘটনাটি ঘটে। সে বিবিরচর গ্রামের রাজু মিয়ার ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে তকরিমকে বাড়িতে রেখে পরিবারের লোকজন কাজে ব্যস্ত থাকেন। এসময় সবার অজান্তে বাড়ি থেকে বেড় হয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে তলিয়ে যায়। হঠাৎ তার কথা মনে হলে তাকে না পেয়ে সম্ভাব্য জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন তারা। পরে স্থানীয়রা তাকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে মৃত অবস্থায় উদ্ধার করেন।
নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল কাদের মিয়া জানান, উপজেলার টালকী ইউনিয়নের বিবিরচর এলাকায় পুকুরের পানিতে ডুবে তকরিম নামের ২ বছরের এক শিশুর মৃত্যুর সংবাদি পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে সুরতহাল রেকর্ট করেছে। এবিষয়ে পরবর্তি আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
টালকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফফর মহিউদ্দিন বুলবুল বলেন,‘বর্তমানে প্রতিটি নদী-নালা, খাল-বিল, পুকুর-ডোবা পানিতে ভরে গেছে। এমনকি নিচু এলাকার প্রায় প্রতিটি বাড়ির আশেপাশের জমিতেও পানি জমা হয়েছে। এমতাবস্থায় পানিতে ডুবে যেকোন সময় শিশু মৃত্যুর মতো অনাকাঙ্খিত ঘটনা ঘটতে পারে। তাই এই সময়ে পানিতে ডুবে অনাকাঙ্খিত ঘটনা প্রতিরোধে প্রতিটি শিশুর পরিবারের লোকজনকে অধিক সচেতন থাকতে হবে।’ বিশেষকরে শিশু ও বৃদ্ধের প্রতি বাড়তি খেয়াল রাখতে হবে বলে তিনি মন্তব্য করেন। তিনি বকলেন, সচেতনতার মাধ্যমেই পানিতে ডুবে মৃত্যুর হার কমানো সম্ভব।