শেরপুরের নকলা উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেলের দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গনে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন।
এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি প্রাপ্ত জামালপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ, নকলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা তামান্না হোরায়রা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে গাজী আবুল হাসান রসরী, রনি ফরাজি, আরফিকার ইসলাম বাবু, সোয়াদ আহমেদ ইয়াস, মির্জা নাফিস, ইয়সিন আরাফাত, তানিয়া খাতুন, রেজাউল হাসান সাফত, গোলাম আহমেদ লিমনসহ নকলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোশারফ হোসাইন, সিনিয়র সহ-সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন ও দেলোয়ার হোসেন; ক্রীড়া সম্পাদক মুহাম্মদ ফারুকুজ্জামান, দৈনিক যায়যায়দিন’র উপজেলা প্রতিনিধি শফিউল আলম লাভলু, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন ও নূর হোসেন, দপ্তর সম্পাদক সেলিম রেজা, প্রচার প্রকাশনা সম্পাদক নাহিদুল ইসলাম রিজন, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল-আমিনসহ অনেকে।
এরপরে এদিন শেষ বিকেলে নকলা থানা চত্বরে সুবিধাজনক স্থানে বিভিন্ন গাছের চারা রোপন করা হয়। এসময় থানার ওসি আব্দুল কাদের মিয়াসহ অনেকে উপস্থিত ছিলেন।
গাজী আবুল হাসান রসরী জানান, গাছ হোক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে একটি স্থায়ী স্মৃতি। এই ধারনা থেকেই দেশব্যাপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সবার স্মরণে পর্যায়ক্রমে অন্তÍত একটি করে গাছের চারা রোপন করা হবে। ‘গাছ আমাদের বন্ধু’, ‘গাছ লাগান পরিবেশ বাঁচান’ এ শ্লোগানকে মনেপ্রাণে ধারন করে এই বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।