সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ন

শেরপুরের নবাগত পুলিশ সুপার আমিনুল ইসলাম দায়িত্ব গ্রহণ করেছেন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় | শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮০ বার পঠিত

শেরপুর জেলার নবাগত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম দায়িত্ব গ্রহণ করেছেন। শুক্রবার পুলিশ সুপারের নিজ কার্যালয়ে দায়িত্ব বুঝেনেন। এর আগে বিদায়ী পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন পিপিএম নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, নবাগত পুলিশ সুপার শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হলে তাকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে জেলা পুলিশের চৌকস একটি দল নবাগত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামকে ‘গার্ড অফ অনার’ প্রদান করেন। এরপরে পুলিশ সুপার কার্যালয়ের মিলনায়তনে পুলিশ ও ট্রাফিক পুলিশ বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সাথে তিনি মতবিনিময় সভা করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মোঃ খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মোঃ দিদারুল ইসলামসহ জেলা পুলিশ, থানা, ফাঁড়ি ও ট্রাফিক বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।