বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নকলায় জরায়ুর মুখ ক্যান্সার প্রতিরোধ ক্যাম্পেইন বিষয়ক সচেতনতামূলক সভা ভাগ্নার জন্মদিন উপলক্ষে ২০২০ সালে লেখা সদ্য প্রয়াত মার্জেনা চৌধুরী’র কবিতা ঘুরে বেড়াচ্ছে নেট দুনিয়ায় নকলা প্রেসক্লাব পরিবারের পূজামন্ডপ পরিদর্শন হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় নকলায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে ফাহিম চৌধুরীর শারদীয় শুভেচ্ছা বিনিময় আর্থিক অনুদান প্রদান নকলায় বন্যাক্রান্ত পূজামন্ডপে পূজা উদযাপন পরিষদের সহায়তা প্রদান নকলা-নালিতাবাড়ীর বন্যার্তদের পাশে প্রকৌশলী ফাহিম চৌধুরী নকলা ও ফুলপুরের বন্যার্তদের পাশে নকলার সিনিয়র-জুনিয়র বন্ধুমহল শেরপুরে বন্যার্তদের পাশে বাংলাদেশ সেনাবাহিনী : সর্বমহলে প্রশংসা নকলার বন্যা পরিস্থিতি পরিদর্শনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ৩ শতাধিক বন্যার্তের মাঝে খাবার বিতরণ নকলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী আলোচনা সভা

সিনে মিডিয়া ব্যানারে শীঘ্রই আসছে “মধ্যবিত্ত” সিনেমা

বিনোদন ডেস্ক:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯২ বার পঠিত

‘মধ্যবিত্ত’ দিয়ে অভিষেক করছেন সহকারী পরিচালক ও অভিনেতা আবাদী সরকার

‘মধ্যবিত্ত’ সিনেমা দিয়ে নিজেকে অভিষেক করতে যাচ্ছেন সহকারী পরিচালক ও গ্রাম বাংলার সাড়া জাগানো অভিনেতা আবাদী সরকার। আলোচিত সিনেমাটি গত ৩০শে জলাই ২০২৪ইং সেন্সর পেয়েছে। দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে ঢাকার বিভিন্ন সিনেপ্লেক্স ও দেশব্যাপী সিনেমাটি মুক্তির অপেক্ষা রয়েছে। এমনটিই জানিয়েছেন ‘মধ্যবিত্ত’ সিনেমার তরুণ পরিচালক তানভীর হাসান। সাড়া জাগানো বিভিন্ন নাটক ও গ্রাম বাংলার কিচ্ছা পালায় অভিনয় করলেও আবাদী সরকারের এটি প্রথম সিনেমা। একটি বিশেষ চরিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি এই সিনেমায় সহকারী পরিচালকের দায়িত্ব পালন করেন। তিনি এ প্লাস মিডিয়া, দাদা মাল্টিমিডিয়া, ফাইভ স্টার নৃত্যালয় ও এস এস প্রোডাকশন এর কর্ণধার । নিজের প্রযোজনায় অজানা অভিশাপ, কষ্টার্জিত শ্রম, ভালা মানুষ, বর্ণমালার রক্ত, মৈয়মনসিংগা ছ্যারা, ইত্যাদি নাটকে অভিনয় ও পরিচালনা করেন। আবাদী সরকার আলোচিত রানা মিডিয়ার ব্যানারে নদীতে মা-সন্তানের লাশ, বউয়ের কানের ভিতর কেরা পুকার বাসা, কলসীর ভেতর স্বামীর আত্মা এবং মায়ের গায়ে বিয়ের শাড়ী ইত্যাদি নাটকে অভিনয় করে দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেন।‘সিনে মিডিয়া’ ব্যানারে নির্মিত ‘মধ্যবিত্ত’ সিনেমা মধ্যবিত্ত পরিবারের আশা-আকাঙ্খা, চাওয়া-পাওয়া ও লাঞ্চনা-বঞ্চনাকে কেন্দ্র করে নির্মাণ করা হয়েছে। গল্প নির্ভর এ সিনেমায় অংশ নেওয়া অধিকাংশ শিল্পী টেলিভিশন মিডিয়ার সাথে জড়িত। কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও সিনেমাটি পরিচালনা করেছেন তানভীর হাসান। এর আগে তিনি একাধিক নাটক এবং সরকারি অনুদানে ডকুমেন্টারী নির্মাণ করেন। নির্মিত ‘মধ্যবিত্ত’ সিনেমার ২ জন নায়ক ও ২ নায়িকা। শিশির সরদার ও রিয়াজুল রিজু নায়ক। এলিনা শাম্মী ও মায়িশা প্রাপ্তি নায়িকা। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন শক্তিমান অভিনেতা ওমর মালিক। অন্যান্য চরিত্রে মাসুম আজিজ (প্রয়াত), ফজলুর রহমান বাবু, সমু চৌধুরী, আমির সিরাজী, আব্দুল্লাহ রানা, মাহমুদুল ইসলাম মিঠু, হান্নান শেলী, এইচ কে স্বাধীন, ম. ফারুক, সোহেল রানা, মুকুল জামিল, রাকিব হাসান, রাজু হাওলাদার, আবাদী সরকার, শবনম পারভীন, সাবিরা আলম, রেবেকা রউফ, নাঈমা ইসলাম নিশো, রুশা মনি টুম্পা, উর্মি হক, নদী আক্তার নিধী, মার্জিয়া জিতু প্রমুখ অভিনয় করেন। আলোচিত এ সিনেমায় ৫টি গান রয়েছে। গানগুলো লিখেছেন রবিউল ইসলাম রবি, বাকিউল আলম, কাজী শাহীন ও তানভীর হাসান। সুর করেছেন মাসুদ আহমেদ, প্লাবন কোরেশী, মাহফুজ ইমরান ও তানভীর হাসান। সংগীত পরিচালকের দায়িত্ব পালন করেন রিয়াল আশিক, অনিম খান ও মহিদুল হাসান মন। আকর্ষণীয় গানগুলোয় কণ্ঠ দিয়েছেন প্রখ্যাত কণ্ঠশিল্পী শফি মন্ডল, পুলক অধিকারী, নোলক বাবু, বেলাল খান, পলি শারমিন ও মোহনা নিশাদ।‘মধ্যবিত্ত’ সিনেমায় চিত্রগ্রাহকের দায়িত্বে ছিলেন জাহাঙ্গীর রাজ। মোসাদ্দেক রহমান ফাগুন প্রধান সহকারী পরিচালক। সহকারী পরিচালক আবাদী সরকার ও নিবিড় চৌধুরী। নৃত্য পরিচালনায় মাইকেল বাবু, লাইটে হাসান মিজি এবং মেকআপের দায়িত্ব পালন করেন আল ইমরান। ‘মধ্যবিত্ত’ সিনেমা সম্পর্কে আবাদী সরকার… বলেন, বিশেষ পটভূমির গল্পটি তার খুবই ভালো লেগেছিলো। সমাজের চারপাশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা এবং অসঙ্গতি নিয়ে এই সিনেমার গল্প। আগে নাটক ও গ্রাম বাংলার সাড়া জাগানো কিচ্ছা পালায় অভিনয় করলেও আবাদী সরকার এখন সিনেমার দর্শকদের মন জয় করতে চান। ইতিহাস-ঐতিহ্যের জেলা ময়মনসিংহে বেড়ে ওঠা এই শিল্পী এরই মধ্যে পরিচালক হিরো কাজিম-এর ‘রুপা সুন্দরী’ সিনেমায় অভিনয় করছেন। কাহিনী লিখেছেন ওয়াদুদ রঙ্গিলা। ‘রুপা সুন্দরী’ নির্মিত হচ্ছে হিরো বাংলা মিডিয়ার প্রযোজনায়। আবাদী সরকার, এস এস প্রোডাকশন এর ব্যানারে তরুণ লেখিকা সুস্মিতা সরকার সুমি’র লেখা একক নটক।এক টুকরা মাংস, তোমার বুকেই বসত বাড়ি, দু মুঠোয় ভাত,মুখোশের আঁড়ালে, ইচ্ছে-অনিচ্ছে ইত্যাদি নাটকে অভিনয় ও পরিচালক এর দায়িত্ব পালন করছেন। ‘মধ্যবিত্ত’ সিনেমায় সহকারী পরিচালকের দায়িত্ব এবং অভিনয়ের সুযোগ করে দেওয়ায় অভিনেতা আবাদী সরকার তরুণ পরিচালক তানভীর হাসানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।