শেরপুরের নালিতাবাড়ীতে ইসলামী ব্যাংক পিএলসি নালিতাবাড়ী উপজেলার শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে গ্রাহক সেবা মাস উপলক্ষে শহরের গড়কান্দাস্থ ব্যাংকটির কার্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামী ব্যাংক নালিতাবাড়ী শাখার ব্যবস্থাপক মঞ্জোরুল মোরশেদ-এর সভাপতিত্বে ও ম্যানেজার অপারেশন জাহেদ আলী’র সঞ্চালনা এতে প্রধান অতিথি হিসেবে ইসলামী ব্যাংক ময়মনসিংহ জোন প্রধান আব্দুল কাদের সরদার এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নালিতাবাড়ী পৌরসভার সাবেক মেয়র ও শহর বিএনপির সাবেক আহবায়ক আনোয়ার হোসেন ভিপি, জামায়াতে ইসলামী নালিতাবাড়ী উপজেলার শাখার আমীর মাওলানা আফছার উদ্দিন, তারাগঞ্জ ফাজিল মাদরাসার অধ্যক্ষ হাফেজ মওলানা শামছ উদ্দিন ও সহকারী অধ্যাপক মাওলানা ইলিয়াস উদ্দিন।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাব নালিতাবাড়ীর সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির ও সাংবাদিক এম উজ্জল প্রমুখ। আলোচনা সভার পরে সকলকে সাথে নিয়ে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা সায়েদুল হক।
এসময় ইসলামী ব্যাংক পিএলসি নালিতাবাড়ী শাখার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে আগত গ্রাহক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন।