শেরপুরের নকলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরাধীন কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩দিন ব্যাপী (৩ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত) কৃষি মেলার সমাপণী অনুষ্ঠান করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি অফিসের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী’র সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ সুয়েব আহমেদ।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সাগর চন্দ্র দে-এর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ফকির মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ও উপজেলার জাফা নার্সারীর মালিক জাহিদ হাসান প্রমুখ।
পরে সেরা স্টলের মালিকগনের মাঝে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেয়া হয়। এছাড়া ভ‚রদী কৃষিপণ্য উৎপাদক কল্যাণ সংস্থার সদস্যদের কৃষি বিষয়ক উন্নয়ন মূলক কর্মকান্ডের স্বীকৃতি স্বরূপ সংস্থাটির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোঃ ছায়েদুল হকের হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) ও সনদপত্র তুলে দেওয়া হয়।
এসময় উপজেলায় কর্মরত সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীগন, বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগন, মেলায় অংশগ্রহণকারী কৃষক-কৃষাণী, দর্শকবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।