সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ১০:০২ পূর্বাহ্ন

গণঅভ্যুত্থানে সরকার পতনের একমাস পূর্তি উপলক্ষে নকলায় শহীদি মিছিল

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭২ বার পঠিত

গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের একমাস পূর্তি উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে শহীদি মার্চ (মিছিল) করেছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে নকলা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্রদের আয়োজনে এই স্মরণীয় মিছিল অনুষ্ঠিত হয়।

শহীদি মিছিলটি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বক্তারা আন্দোলনে নিহত শিক্ষার্থীদের শ্রদ্ধার সাথে স্মরণ করে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। তারা বলেন, যাদের রক্তের বিনিময়ে বাঙালি জাতি আজ সম্পূর্ণ স্বাধীন তাদের রক্ত যাতে বৃথা না যায় সেদিকে ছাত্রসমাজ সদাতৎপর। কিন্তু একটি বিশেষ মহল হত্যাকান্ডে জড়িতদের বাঁচাতে চেষ্টা করতে পারে। তাই ছাত্রসমাজকে আরো সচেতন হতে আহবান করা হয়। কোন স্বার্থান্বেষী মহলের প্রভাবে আইনী প্রক্রিয়াকে বাণিজ্যিকীকরণ করা না হয় এটাই ছাত্রসমাজের প্রত্যাশা। ছাত্রসমাজ প্রতিটি হত্যাকান্ডর সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচার কামনা করেন। সবশেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সবার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থক শিক্ষার্থীসহ উপজেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।