বন্যাদুর্গতদের সাহায্যার্থে শেরপুরের নকলায় অনুষ্ঠিত চ্যারিটি ফুটবল খেলায় বিদেশী খেলোয়াড়দের হাতেও ছিলো দানবক্স। যা দেশীয় খেলোয়াড়সহ স্থানীয় জনগনকে সহায়তা দানে অনুপ্রাণিত করেছে। এই চিত্র মুগ্ধ করেছে সব বয়স ও শ্রেণী-পেশার দর্শকদের।
শুক্রবার বিকেলে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশী একাদশ বনাম নাইজেরিয়ান একাদশের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশী একাদশ ১-০ গোলে নাইজেরিয়ান একাদশকে পরাজিত করে।
এই খেলাটি উপভোগ করার জন্য বন্যাদুর্গতদের সাহায্যার্থে দর্শকদের জন্য নির্ধারিত মূল্যের টিকিটের ব্যবস্থা করা হয়। প্রতিটি টিকিটের মূল্য নির্ধারণ করা হয় ৫০ টাকা। তবে চ্যারিটি ফুটবল খেলা হওয়ায় অনেকেই নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে দেখা গেছে। এই খেলায় মোট ২ লাখ ১২ হাজার ৬০০ টাকা উঠে। এরমধ্যে বিদেশী খেলোয়াড়দের খাবার ও যাতায়াত ভাড়াসহ খেলা পরিচালনায় আনুসাঙ্গিক সকল ব্যায় বাবদ খরচ হয়েছে ৪৮ হাজর ৬০০ টাকা। অবশিষ্ট ১ লাখ ৬৪ হাজার টাকা বন্যাদুর্গতদের সাহায্যার্থে আস-সুন্নাহ ফাউন্ডেশনের একাউন্টে জমা করা হব বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে যে বা যারা টিকিট কিনতে পারেননি তাদেরকেও বিনা টিকিটে খেলা উপভোগ করার সুযোগ করে দিয়েছেন আয়োজকগন।
সকল বিষয়াধি নিশ্চিত করেছেন, খেলার আয়োজক দলের সমন্বয়ক নকলার কৃতি ফুটবলার মাজেদুল হক সুমন, মামুন মিয়া, মীর মোতালেব হোসেন শিপন, সোহেল রানা, আরিফুর রহমান জজ, ফিরোজ মিয়া, সজল মিয়া, আতিকুজ্জামান আতিক ও জুয়েল রানাসহ সংশ্লিষ্ট অনেকে।
আয়োজকরা বলেন, আমরা নকলার চ্যারিটি ফুটবল ম্যাচ থেকে দুই লাখ বারো হাজার ছয়শত টাকা কালেকশন করতে পেরেছি। এরমধ্যে সকল প্রকার ব্যায় বাদে আমরা এক লাখ চৌষট্টি হাজার টাকা বন্যার্ত মানুষের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনে জমা করতে পারব।
খেলাটি সুষ্ঠভাবে সম্পন্ন করতে উপজেলা বিএনপি’র আহবায়ক খোরশেদুর রহমান, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, টালকী ইউপির চেয়ারম্যান মোজাফফর মহিউদ্দিন বুলবুল, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শরীরচর্চা শিক্ষক রেহান উদ্দিন, পৌর বিএনপির আহবায়ক কামরুল আলম খান লিটন ও সদস্য সচিব আনোয়ার হোসেনসহ অনেকে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখেন।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সাবেক এমপি ও বিএনপি সরকার দলীয় তৎকালীন হুইপ মরহুম জাহেদ আলী চৌধুরী’র ছেলে কেন্ত্রীয় বিএনপি ও জেলা বিএনপির সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী।
প্রধান অতিথি বলেন, বন্যাদুর্গতদের সাহায্যার্থে নকলার ফুটবল খেলোয়াড়দের এমন মহতী উদ্যোগ দেখে আমি অভিভূত। নকলার খেলোয়াড়রা বন্যাদুর্গতদের সহায়তা করার জন্য যে মানবিক উদ্যোগ নিয়েছে তা নিঃসন্দেহে সর্বজন প্রশংসানীয়। আমি তাদের মাধ্যমে বন্যাদুর্গতদের জন্য ১০ হাজার টাকা সহায়তা দিয়েছি। এই ধরণের মানবিক কাজে আগেও সবার পাশে ছিলেন, ভবিষ্যতেও পাশে থাকবেন বলে তিনি জানান।
এসময় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মুক্তার, সাইদুল হক লাঞ্জু, ইস্রাফিল হোসেন, মোজাম্মেল হক, হাফিজুল হাসান, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য মোজাফ্ফর মহিউদ্দিন বুলবুল, মোবাশ্বের আলী চৌধুরী টুটন, রাব্বেনুর চৌধুরী, জেলা বিএনপির সদস্য এনামুল হক রিপনসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ; নকলা থানার ওসি আব্দুল কাদের মিয়া, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও বিভিন্ন এলাকা থেকে আগত অগণিত দর্শক উপস্থিত ছিলেন।