শেরপুর সদর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চরশেরপুর ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ইউনিয়ন শাখার সাবেক ও বর্তমান নেতাকর্মীদের নিয়ে এ সম্মেলন করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চরশেরপুর ইউনিয়ন শাখার আমির সুলতান আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান।
সংগঠনটির ইউনিয়ন শাখার সেক্রেটারি মোহাম্মদ আলীর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন, শেরপুর সদর উপজেলা শাখার সেক্রেটারী মাওলানা আব্দুস সুবাহান, শেরপুর পৌর শাখার আমির হযরত মাওলানা নূরে আলম সিদ্দিকী, জেলা শাখার সদস্য মাওলানা আব্দুল আউয়াল ও সদর উপজেলা শাখার সদস্য মাওলানা শেখ ফরিদ প্রমুখ।
দীর্ঘদিন পর সাবেক ও বর্তমান একত্রিত হতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা হয়। একইসাথে সংগঠনকে শক্তিশালি করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় জেলা, উপজেলা ও ইউনিয়ন জামায়াতে ইসলামী ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।