সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ন

নকলায় জনপ্রতিনিধিদের সাথে ইউএনও’র মতবিনিময়

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ১০২ বার পঠিত

শেরপুরের নকলায় নাগরিকসেবা অব্যাহত রাখতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক সাদিয়া উম্মুল বানিন। মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা তামান্না হোরায়রা, গনপদ্দী ইউনিয়ন পরষিদের চেয়ারম্যান শামছুর রহমান আবুল, নকলা ইউনিয়ন পরষিদের চেয়ারম্যান উমর ফারুক, উরফা ইউনিয়ন পরষিদের চেয়ারম্যান নূরে আলম তালুকদার ভূট্টো, গৌড়দ্বার ইউনিয়ন পরষিদের চেয়ারম্যান শওকত হোসেন খান মুকুল, বানেশ্বর্দী ইউনিয়ন পরষিদের চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত, পাঠাকাটা ইউনিয়ন পরষিদের চেয়ারম্যান আব্দুস সালাম সরকার, টালকী ইউনিয়ন পরষিদের চেয়ারম্যান মোজাফফর মহিউদ্দিন বুলবুল, চন্দ্রকোনা ইউনিয়ন পরষিদের চেয়ারম্যান কামরুজ্জামান গেন্দু উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক সাদিয়া উম্মুল বানিন বলেন, চলমান পরিস্থিতিতে কোন ভাবেই যেন নাগরিক সেবা সমূহ বন্ধ না থাকে সেদিকে সকলকেই সুদৃষ্টি রাখতে হবে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।