যেই লাউ সেই কদু, লোকমুখে শুনি;
মুলার দাবি- সে নাকি গাজরের মত গুণী।
যেই চিনি সেই লবন, দুইটাই সাদা;
মরিচের মতো ঝাল, হয়ে গেছে আদা।
যেই বেগুন সেই লতা, কচু কিবা ওল;
চারটাই প্রায় সমান, চুলকানির মূল।
পেঁয়াজ আর রসুনের, একই যেনো কাজ;
যে রাঁধে সে’ই কাঁদে, চোখে লাগে ঝাঁজ।
টমেটো আর লেবুতে আছে বেশ পানি,
শসারও দশা প্রায় এদের মতো জানি।
লেখক:
জি.এম সুমন সরকার
নকলা, শেরপুর।