সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৫:৩৪ অপরাহ্ন

ছড়া : ‘যেই লাউ সেই কদু’ -জি.এম সুমন সরকার

জি.এম সুমন সরকার, নকলা
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ২০৯ বার পঠিত

যেই লাউ সেই কদু, লোকমুখে শুনি;
মুলার দাবি- সে নাকি গাজরের মত গুণী।

যেই চিনি সেই লবন, দুইটাই সাদা;
মরিচের মতো ঝাল, হয়ে গেছে আদা।

যেই বেগুন সেই লতা, কচু কিবা ওল;
চারটাই প্রায় সমান, চুলকানির মূল।

পেঁয়াজ আর রসুনের, একই যেনো কাজ;
যে রাঁধে সে’ই কাঁদে, চোখে লাগে ঝাঁজ।

টমেটো আর লেবুতে আছে বেশ পানি,
শসারও দশা প্রায় এদের মতো জানি।

লেখক:

জি.এম সুমন সরকার

নকলা, শেরপুর।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।