ইস্টওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সসহ দেশের বিভিন্ন সনামধন্য গণমাধ্যম প্রতিষ্ঠানে হামলা-ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শেরপুরের শ্রীবরদীতে কর্মরত সাংবাদিক ও সুধীজন।
মঙ্গলবার দুপুরের দিকে সাংবাদিক ও সুধীজনের আয়োজনে ‘হিংসা আর সংঘাত নয়, বৈষম্যহীন স্বাধীন গণমাধ্যম চাই’- এই শ্লোগানকে সামনে নিয়ে শ্রীবরদী শহরের চৌররা মোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দৈনিক কালেরকন্ঠ’র শ্রীবরদী উপজেলা প্রতিনিধি রেজাউল করিম বকুল-এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, দৈনিক আজকের পত্রিকা ও দ্যা ট্রাইবুনাল পত্রিকার উপজেলা প্রতিনিধি ফরিদ আহমেদ রুবেল, মাই টিভির জেলা প্রতিনিধি তারেক মুহাম্মদ আব্দুল্লাহ রানা, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি তাসলিম কবির বাবু, দৈনিক আলোকিত নিউজ’র প্রতিনিধি মাসুদুর রহমান, দৈনিক সময়ের ধারা’র প্রতিনিধি আবু তাহের ও বকশীগঞ্জ মিডিয়া প্রেসক্লাবের সভাপতি একেএম নুর আলম নয়ন প্রমুখ।
বক্তারা বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠান ও সাংবাদিকের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এছাড়া হামলা-ভাংচুরের সাথে জড়িতদের চিহৃত করে দ্রæত আইনের আওতায় আনার দাবি জানান। একইসাথে মুক্ত গণমাধ্যম ও স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন তারা।
শ্রীবরদী ও বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মী, শুভসংঘের সদস্য এবং সুশাসনে জন্য নাগরিক (সুজন)-এর নেতৃবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ মানববন্ধনে অংশ নিয়ে একাত্বতা প্রকাশ করেন।