শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:০৮ অপরাহ্ন

শেরপুরের নকলায় ইউনিয়ন যুবদলের ২ নেতাকে দল থেকে অব্যহতি

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় | সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ১০৮ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলার ১নং গনপদ্দী ডিজিটাল ইউনিয়ন যুবদলের সদস্য জাহিদুল ইসলাম জাহিদ ও নয়ন মিয়া-কে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ-পদবী থেকে অব্যহতি দেওয়া হয়েছে।

রবিবার রাতে উপজেলা যুবদলের আহবায়ক শফিউল আলম পলাশ ও সিনিয়র যুগ্ম আহবায়ক মুরাদুজ্জামান মাসুম-এর স্বক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি মারফত সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে নকলা উপজেলা যুবদলের অধীস্থ ১নং গনপদ্দী ডিজিটাল ইউনিয়ন যুবদলের সদস্য জাহিদুল ইসলাম জাহিদ ও নয়ন মিয়া-কে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ-পদবী থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিস্কৃত যুবনেতা জাহিদুল ইসলাম জাহিদ ও নয়ন মিয়া বলেন, দল থেকে অব্যহতি দেওয়ার মতো কোন কর্মকান্ডের সাথে আমরা কখনোই জড়িত ছিলাম না, এখনো জড়িত নই। আমরা অদৃশ্য চক্রান্তের স্বীকার। প্রয়োজনে এবিষয়ে উর্ধ্বতন নেতৃবৃন্দের শরণাপন্ন হবেন বলেও তারা জানান।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।