বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরের নকলায় সড়ক দুর্ঘটনায় নিহত-৪, আহত-৩ শেরপুরে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় তীব্র নিন্দা, হাসপাতাল তত্ত্বাবধায়কের প্রত্যাহারের দাবীতে আল্টিমেটাম শেরপুর বিশ্ব নিউমোনিয়া দিবস উদযাপন ও এ্যাডভোকেসি সভা নকলায় বিশ্ব নিউমোনিয়া দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি আলোচনা সভা নকলায় শতভাগ উপস্থিত শিক্ষার্থীরা পেলো উদ্দীপণা পুরষ্কার নকলায় শিশুদের মাঝে ছড়া/কবিতা আবৃত্তি প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ শেরপুরে ডি.কে.আই.বি জেলা শাখার নবনির্বাচিতদের শপথ গ্রহণ Nat’l Revolution and Solidarity Day observed in Nakla নকলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে নকলায় উন্নয়ন প্রকল্পের কাজ উদ্বোধনসহ ইউপি কার্যালয় পরিদর্শন

নকলায় যুবফোরাম সক্রিয়করণ বিষয়ক ত্রৈমাসিক সভা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ১০০ বার পঠিত

শেরপুরের নকলায় আস্থা প্রকল্পের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায়, সহিংসতা হ্রাস ও বাক স্বাধীনতা নিশ্চিতে উপজেলা যুবফোরাম সক্রিয়করণ বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সুইস এজেন্সী ফর ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন (এসডিসি)-এর অর্থায়নে পরিচালিত আস্থা প্রকল্পের স্বাবলম্বী উন্নয়ন সমিতির আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

নকলা উপজেলা যুব ফোরামের আহবায়ক মো. নুর হোসেন-এঁর সভাপতিত্বে ও সদস্য হাসান মিয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জালালপুর পূর্ব পাড়া বায়তুল নূর আহলে হাদিস জামে মসজিদের ইমাম-খতীব ও আস-সুন্নাহ ফাউন্ডেশন নকলা উপজেলা শাখার সমন্বয়ক হাফেজ মাওলানা রমজান আলী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদের প্রতিনিধি জয় রবি দাস, স্বাবলম্বী উন্নয়ন সমিতির শেরপুর ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ফিরোজ আহমেদ, আস্থা প্রকল্পের ফিল্ড অফিসার সাইকা উম্মাশীহ্ ও সাংবাদিক শফিউল আলম লাভলু প্রমুখ।

বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে, সহিংসতা হ্রাস করতে ও বাক স্বাধীনতা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে সংবিধানের যথাযথ বাস্তবায়নে যুবফোরামের নেতৃবৃন্দসহ সর্বসাধারণের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া পূর্ববর্তী ৩ মাসের কর্মকান্ড তুলে ধরার পাশাপাশি পরবর্তী ৩ মাসের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করনে তারা।

এসময় যুবসদস্য নকলা প্রেস ক্লাবের অর্থ বিষয়ক আব্দুল্লাহ আল আমিন, প্রেস ক্লাবের প্রচার সম্পাদক ও যুবসদস্য নাহিদুল ইসলাম রিজন, প্রেস ক্লাবের সদস্য ও উপজেলা যুবফোরামের যুগ্ম আহবায়ক রেজাউল হাসান সাফিত, তরুণ সাংবাদিক ও যুবসদস্য গোলাম আহমেদ লিমনসহ নকলা উপজেলা যুব ফোরামের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।