সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৫:০৭ অপরাহ্ন

শেরপুরের ঝিনাইগাতীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন

মোঃ মোশারফ হোসাইন, শেরপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১৩০ বার পঠিত

শেরপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন উপলক্ষ্যে নৃ-জনগোষ্ঠির বীর মুক্তিযোদ্ধা ও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সম্মাণনা স্মারক প্রদান করা হয়েছে।

এ উপলক্ষ্যে শনিবার বিকেলে জেলার ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া আদর্শ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও সম্মাণনা স্মারক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাগরিক প্লাটফরম জনউদ্যোগ শেরপুর, কোচ আদিবাসী ইউনিয়ন, এসআইএল বাংলাদেশ, আইইডি, হাজং সমাজ কল্যাণ সংগঠন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

কোচ নেতা নিপুরাম চন্দ্র কোচ-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, নৃ-জনগোষ্ঠির নেতা সুমন্ত বর্মন, নীলমাধব হাজং, মিঠুন কোচ, উদীচী সংগঠক এস.এম আবু হান্নান, সিপিবি নেতা সোলায়মান আহমেদ, সাংবাদিক হাকিম বাবুল প্রমুখ।

আলোচনা সভা শেষে কোচ, হাজং, বর্মন ও গারো জাতিগোষ্ঠির শিল্পীরা নাচ প্রদর্শন ও গান পরিবেশন করেন। সবশেষে নৃ-জনগোষ্ঠির বীর মুক্তিযোদ্ধা ও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাণনা স্মারক তুলে দেওয়া হয়।

এসময় কোচ, গারো, হাজং, বর্মন, বানাই, রাজবংশী, হদি জনগোষ্ঠির নারী-পুরুষ ছাড়াও স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।