বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নকলায় জরায়ুর মুখ ক্যান্সার প্রতিরোধ ক্যাম্পেইন বিষয়ক সচেতনতামূলক সভা ভাগ্নার জন্মদিন উপলক্ষে ২০২০ সালে লেখা সদ্য প্রয়াত মার্জেনা চৌধুরী’র কবিতা ঘুরে বেড়াচ্ছে নেট দুনিয়ায় নকলা প্রেসক্লাব পরিবারের পূজামন্ডপ পরিদর্শন হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় নকলায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে ফাহিম চৌধুরীর শারদীয় শুভেচ্ছা বিনিময় আর্থিক অনুদান প্রদান নকলায় বন্যাক্রান্ত পূজামন্ডপে পূজা উদযাপন পরিষদের সহায়তা প্রদান নকলা-নালিতাবাড়ীর বন্যার্তদের পাশে প্রকৌশলী ফাহিম চৌধুরী নকলা ও ফুলপুরের বন্যার্তদের পাশে নকলার সিনিয়র-জুনিয়র বন্ধুমহল শেরপুরে বন্যার্তদের পাশে বাংলাদেশ সেনাবাহিনী : সর্বমহলে প্রশংসা নকলার বন্যা পরিস্থিতি পরিদর্শনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ৩ শতাধিক বন্যার্তের মাঝে খাবার বিতরণ নকলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী আলোচনা সভা

নকলায় বিএনপি নেতাকর্মীদের তৎপরতায় হারানো টাকা ফেরত পেলেন ব্যবসায়ী

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ১০৭ বার পঠিত

শেরপুরের নকলায় সড়ক দুর্ঘটনা কবলিত সিএনজি চালিত অটোরিকশা থেকে হারিয়ে যাওয়া টাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতাকর্মীদের তৎপরতায় ফিরে পেয়েছেন জেলার নালিতাবাড়ি উপজেলার এক ব্যবসায়ী। বৃহস্পতিবার রাতে হারানো টাকার মালিক নালিতাবাড়ীর ব্যবসায়ী আরমানের হাতে তুলেদেন বিএনপির নেতৃবৃন্দ।

ব্যবসায়ী আরমান টাকা হাতে পেয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, আমি অল্প পুঁজি দিয়ে ছোট একটি ব্যবসা পরিচালনা করছি। আমি লোক মারফত জেলার বিভিন্ন এলাকার দোকানে দোকানে বাকিতে মালামাল পৌঁছে দেই। পরে সপ্তাহের যেকোন সুবিধাজনক একদিন ওইসব দোকান থেকে মালের টাকা উঠিয়ে আনি। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে ময়মনসিংহ-শেরপুর বাইপাস সড়কে নকলা উপজেলার গনপদ্দী ইউনিয়নের বারইকান্দি এলাকায় সিএনজি চালিত অটোরিকশাটি সড়ক দুর্ঘটনার কবলে পড়ে সামনের চাকা ভেঙ্গে উল্টে যায় এবং ব্যবসার বেশকিছু টাকা হারিয়ে যায়। কে বা কারা টাকা গুলো নিয়ে চলে যায়। পরে নকলা থানায় লিখিত ভাবে জানালে বিষয়টি বিএনপির নেতাকর্মীদের নজরে আসে এবং তারা আমার টাকা গুলো উদ্ধার করে বুঝিয়ে দিয়েছেন। স্বপ্রণোদিত হয়ে এমন মহৎ কাজ করায় বিএনপির নেতাকর্মীরা সর্বজন প্রশংসিত।

উপজেলা বিএনপির আহবায়ক খোরশেদুর রহমান জানান, নকলায় সড়ক দুর্ঘটনা কবলিত সিএনজি চালিত অটোরিকশা থেকে নালিতাবাড়ীর এক ব্যবসায়ীর টাকা হারিয়ে যাওয়ার খবর পেয়ে তাৎক্ষণিক উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে সম্ভাব্য ব্যক্তিগনকে জিজ্ঞাসাবাদ করেন এবং বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে ব্যবসায়ী আরমানের টাকা গুলো উদ্ধার করতে সমর্থ হন।

পৌর বিএনপির আহবায়ক কামরুল আলম খান লিটন বিএসসি জানান, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো শতভাগ ঠিক হয়ে উঠেনি। এমতাবস্থায় জনগণের যেকোন অসুবিধা বা সমস্যায় বিএনপি নেতাকর্মীদের ভূমিকা রয়েছে। তাই নালিতাবাড়ীর এক ব্যবসায়ীর টাকা হারিয়ে যাওয়ার খবর পেয়ে আমরা এগিয়ে যাই এবং শতভাগ সফল হই।

জেলা বিএনপির সদস্য এনামুল হক রিপন বলেন, বিএনপির নেতাকর্মীরা সবসময় জনস্বার্থে নিবেদিত ছিলো, আছে এবং ভবিষ্যতেও আমরা জনসেবার মাধ্যমেই জনগনের মনে স্থান করেনিতে চাই।

সংশ্লিষ্ট তথ্য মতে জানা গেছে, নালিতাবাড়ীর ওই ব্যবসায়ীর হারানো টাকা উদ্ধারে উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মুক্তার, সদস্য এনামুল হক পান্নু, রাব্বীনুর চৌধুরী ও জুয়েল মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুরাদুজ্জামান মাসুম, পৌর বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন, বিএনপি নেতা ইস্রাফিল, শহর যুবদলের যুগ্ম আহবায়ক হাসান আলীসহ উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা আন্তরিকতার সহিত একনিষ্ঠ ভাবে কাজ করেছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।