শেরপুরের নকলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আত্মদানকারী ছাত্র-জনতার আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থ্যতা কামনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) নকলা উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন চত্বরে ইসলামী আন্দোলন নকলা শাখার নকলা উপজেলা শাখার সভাপতি মুফতী ফিরদাউস ওয়াহেদী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলার সভাপতি হাফেজ মাওলানা ফারুক আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলার সেক্রেটারী মুফতী ফখরুদ্দিন রাজি।
সংগঠনটির নকলা শাখার সেক্রেটারী মোঃ আশরাফুল হকের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন- হাফেজ ক্বারী মোঃ রিয়াজুল ইসলাম, মুফতী আব্দুল জলিল কাসেমী, মুফতী আনসারুল্লাহ তারা আলম, হাফেজ মোঃ মাজাহারুল ইসলাম প্রমুখ।
সবশেষে ওলামা মাশায়েখ আয়াম্মা পরিষদ জেলা শাখার সভাপতি মুফতী আবু তালিব মুহাম্মদ সাইফুদ্দিন উপস্থিত সকলকে সাতে নিয়ে দোয়া মাহফিল পরিচালনা করেন।
অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) ও অঙ্গসহযোগী সংগঠনের জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।