শেরপুরের নকলায় আস-সুন্নাহ ফাউন্ডেশন নকলা উপজেলা শাখার উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গনে বিভিন্ন জাতের গাছের চারা রোপন ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার পৌর শহরের জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যাল্যয় ও পশ্চিম জালালপুর ফোরকানিয়া মাদ্রাসা প্রাঙ্গনে বৃক্ষ রোপন করা হয় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রায়হান উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও আস-সুন্নাহ ফাউন্ডেশন নকলা উপজেলা শাখার সমন্বয়ক হাফেজ মাওলানা রমজান আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ফরিদ আহমেদ লালন, পৌরসভার সাবেক কাউন্সিলর হাবিল উদ্দিন, সহকারী শিক্ষক আব্দুস সালাম, আজিরন নাহার, মাকসুদা বেগম, সুবর্না আকন্দ, খুররম করিমসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী, তরুন সাংবাদিক স্মার্ট ভিডিও এডিটর ভয়েজার হাসান মিয়া, বিদ্যালয় ও মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্যগন, শিক্ষার্থী, অভিভাবক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও আস-সুন্নাহ ফাউন্ডেশন নকলা উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আস-সুন্নাহ ফাউন্ডেশন নকলা উপজেলা শাখার সমন্বয়ক হাফেজ মাওলানা রমজান আলীর দেওয়া তথ্যমতে জানা গেছে, আস-সুন্নাহ ফাউন্ডেশন সারাদেশ ব্যাপি তিন লক্ষ গাছের চারা রোপন করা হবে।