বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরের নকলায় সড়ক দুর্ঘটনায় নিহত-৪, আহত-৩ শেরপুরে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় তীব্র নিন্দা, হাসপাতাল তত্ত্বাবধায়কের প্রত্যাহারের দাবীতে আল্টিমেটাম শেরপুর বিশ্ব নিউমোনিয়া দিবস উদযাপন ও এ্যাডভোকেসি সভা নকলায় বিশ্ব নিউমোনিয়া দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি আলোচনা সভা নকলায় শতভাগ উপস্থিত শিক্ষার্থীরা পেলো উদ্দীপণা পুরষ্কার নকলায় শিশুদের মাঝে ছড়া/কবিতা আবৃত্তি প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ শেরপুরে ডি.কে.আই.বি জেলা শাখার নবনির্বাচিতদের শপথ গ্রহণ Nat’l Revolution and Solidarity Day observed in Nakla নকলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে নকলায় উন্নয়ন প্রকল্পের কাজ উদ্বোধনসহ ইউপি কার্যালয় পরিদর্শন

নকলা থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ কাজে ফিরেছেন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ৭৩ বার পঠিত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পরে দেশের বিভিন্ন থানায় হামলা ও ভাঙচুর করা হয়। এরপর থেকে নিরাপত্তার কারণ দেখিয়ে কর্মবিরতিতে যান ট্রাফিক পুলিশ ও কাজ সীমিত করেন থানার পুলিশগন। রোববার (১১ আগস্ট) স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বৃহস্পতিবারের মধ্যে নিজ নিজ কাজে ফিরার নির্দেশদেন।

নির্দেশনা মোতাবেক সোমবার (১২ আগস্ট) সকাল থেকে শেরপুরের নকলা থানার পুলিশ ও ট্রাফিক পুলিশগন নিশ্চিন্তে নিজ নিজ দায়িত্ব¡ পালন শুরু করেছেন। প্রায় এক সপ্তাহ পর সোমবার থানার পুলিশ নিশ্চিন্তে স্বতষ্ফুর্তভাবে ও ট্রাফিক পুলিশ সড়কের ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করতে দেখা গেছে। ফলে জনমনে স্বস্থি ফিরেছে। তবে ট্রাফিক পুলিশের সাথে আনসার সদস্য, রোভার স্কাউটসহ সাধারণ শিক্ষার্থীদের দেখা গেছে।

ট্রাফিক পুলিশ পুনরায় নিজ নিজ দায়িত্বে ফিরায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা তাদেরকে শুভেচ্ছা জানান। এসময় এটিএসআই মোঃ আতকুর রহমান, কন্সটেবল মোঃ মোফাজ্জল খান ও নারী কন্সটেবল মোছাঃ শারমিন আক্তারসহ বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

তথ্য মতে, সোমবার পর্যন্ত সারাদেশে ৬৩৯টি থানার মধ্যে ৬২৮ থানার কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া ১১০ মেট্রোপলিটন থানার মধ্যে ১০৮টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৫২০টি থানার কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া এ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এসব তথ্য জানান। তিনি আরও জানান, নন-অপারেশনাল ১১টি থানা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্থ হওয়ায় এবং প্রয়োজনীয় লজিস্টিকস, আসবাবপত্রসহ অন্যান্য সরঞ্জাম ধ্বংস হওয়ায় এসব থানার কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। তবে আগামী দুই তিন দিনের মধ্যে ওই ১১ থানার কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।