শেরপুরের নকলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির নেতাদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়াা উম্মুল বানিন মতবিনিময় সভা করেছেন। সোমবার দুপুরেরদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসকক্ষে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা তামান্না হোরায়রা, বাংলাদেশ কেন্দ্রীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফারদিন হাসান হাসিব, বাংলাদেশ জামায়াতে ইসলামী নকলা উপজেলা শাখার সাবেক আমির মুফতি খাদিমুল ইসলাম, জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমির গোলাম সারোয়ার ও সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, শ্রমিক ইউনিয়ন নকলা শখার আমির নবী হোসেন, ৬নং পাঠাকাটা ইউনিয়ন শ্রমিক ইউনিয়নের আমির আতিক আলম, পৌর শ্রমিক ইউনিয়নের আমির মাওলানা মোঃ শাহজাহান, উপজেলা শিবিরের সাবেক আমির সোহেল, সাবেক শিবির নেতা হাসিবুল ইসলাম হাসিব ও মিনারুল ইসলাম মাহাদী, উপজেলা শিবির সভাপতি আশিকুর রহমান বক্তব্য রাখেন। এর পরে নকলা থানার ওসি আব্দুল কাদের মিয়ার সাথেও তারা মতবিনিময় সভা করেছেন।
বক্তারা জানান, বাংলাদেশ জামায়াত ও ছাত্রশিবির কোনো প্রকার প্রতিহিংসার ও সহিংসতার রাজনীতি করেনা এবং কেউ করুক তা পছন্দও করে না। কিন্তু দেশের চলমান ক্রান্তিকাল চলছে। এই সুযোগে তৃতীয় একটি পক্ষ মানুষের ওপর হামলা করে জামায়াত ও ছাত্রশিবির ওপর দায় চাপাতে মরিয়া হয়ে উঠে পড়ে লেগেছে। বিশেষ করে অমুসলিমদের ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা করা হচ্ছে। তাই অমুসলিমদের ধর্মীয় প্রতিষ্ঠানসহ তাদের যানমালের নিরাপত্তা দিতে বাংলাদেশ জামায়াত ইসলামী ও ছাত্রশিবির নেতাকর্মীরা রাত-দিন পাহারা দিচ্ছে। এসময় উপজেলা জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের অন্তত ১৮ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।