শেরপুরের নালিতাবাড়ীতে বজ্রপাতে সোহেল রানা (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (১০ আগস্ট) দুপুরেরদিকে উপজেলার মরিচপুরান ইউনিয়নের কোন্নগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহেল উপজেলার কোন্নগর গ্রামের জামাল উদ্দীনের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে কৃষক সোহেল রানা বাড়ির পাশে মাঠে আমন ধানের জমিতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হয় ও বজ্রপাত ঘটে।
এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তানভীর ইবনে কাদের মৃত্যুর বিষয়টি নিশ্চত করে জানান, হাসপাতালে নেওয়ার বেশ আগেই সোহেল রানার মৃত্যু হয়েছে।