শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০২:১১ অপরাহ্ন
শিরোনামঃ
নকলায় শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার প্রদান নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু শেরপুরসহ দেশের ২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ নকলার ইউএনও’র সাথে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের বিদায়ী শুভেচ্ছা বিনিময় নকলার ইউএনও ও সমাজসেবা কর্মকর্তাকে অফিসার্স ক্লাব কর্তৃক বিদায় সংবর্ধনা নকলায় সাংবাকিদের সাথে বিদায়ী ইউএনও’র মতবিনিময় সভা নকলায় বৈষম্যবিরোধী ছাত্রদের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন নকলার ইউএনও সাদিয়া উম্মুল বানিনকে প্রেসক্লাব কর্তৃক বিদায় সংবর্ধনা শেরপুরের নবাগত পুলিশ সুপার আমিনুল ইসলাম দায়িত্ব গ্রহণ করেছেন নকলা প্রেসক্লাব’র উন্নয়নে তারুণ্যের অর্জনে সর্বসাধারনের আস্থা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে নকলায় মোমবাতি প্রজ্বলন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ৪৭ বার পঠিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আত্মত্যাগকারী সারাদেশের শিক্ষার্থীসহ সকল শহিদের স্মরণে শেরপুরের নকলা উপজেলা মুক্তমঞ্চের সামনে মোমবাতি প্রজ্বলন করেছেন সংস্কারকামী শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা হাতে মোমবাতি জ্বালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতসহ শহিদের স্মরণে নীরবতা পালন ও তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

শনিবার (১০ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেশব্যাপী নিহত ছাত্রছাত্রীদের স্মরণে এবং অগণিত শিক্ষার্থীকে গুরুতর আহত ও সাধারণ মানুষের উপর নির্যাতনের প্রতিবাদে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অগণিত শিক্ষার্থী অংশ গ্রহন করেন। এ সময় শিক্ষার্থীদের সাথে স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকসহ বিভিন্ন পেশাশ্রেনীর জনগণ একাত্মতা ঘোষণা করেন। তখন সেখানে ভিন্ন এক পরিবেশ তৈরি হয়। শিক্ষার্থীরা হত্যাকারীদের দ্রুত বিচার দাবি করেন।

শিক্ষার্থীরা জানান, তাদের আন্দোলন শতভাগ যৌক্তিক হলেও, তাদের আন্দোলনকে থামিয়ে দিতে গুলি করাসহ বিভিন্ন ভাবে নির্যাতনের মাধ্যমে শিক্ষার্থীসহ শিশু, কিশোর, যুবক-যুবতী ও বিভিন্ন বয়স ও শ্রেণীর জনগণকে হত্যা করা হয়েছে। সেইসকল শহিদদের স্মরণে তারা মোমবাতি জ্বালিয়ে নীরবতা পালন ও তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। তাদের সাথে সংহতি প্রকাশ করেছেন অনেকে।

এদিন শিক্ষার্থীরা কয়েকটি দলে বিভক্ত হয়ে দিনব্যাপী শহরের গুরুত্বপূর্ণ দেওয়ালে চিত্রের মাধ্যমে জনসচেতনতা মূলক উক্তি ও চিত্রের মাধ্যমে দাবি তুলে ধরেন। চিত্রে আন্দোলনকারীদের হত্যা, গুম ও সাধারণ মানুষের উপর নির্যাতনের বিচার দাবি করা হয়। এছাড়া উপজেলা মুক্তমঞ্চের পিছনের দেওয়ালটিকে রং তুলির মাধ্যমে নতুন সাজে সাজিয়ে তুলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহনকারী শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।