শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
নকলায় শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার প্রদান নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু শেরপুরসহ দেশের ২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ নকলার ইউএনও’র সাথে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের বিদায়ী শুভেচ্ছা বিনিময় নকলার ইউএনও ও সমাজসেবা কর্মকর্তাকে অফিসার্স ক্লাব কর্তৃক বিদায় সংবর্ধনা নকলায় সাংবাকিদের সাথে বিদায়ী ইউএনও’র মতবিনিময় সভা নকলায় বৈষম্যবিরোধী ছাত্রদের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন নকলার ইউএনও সাদিয়া উম্মুল বানিনকে প্রেসক্লাব কর্তৃক বিদায় সংবর্ধনা শেরপুরের নবাগত পুলিশ সুপার আমিনুল ইসলাম দায়িত্ব গ্রহণ করেছেন নকলা প্রেসক্লাব’র উন্নয়নে তারুণ্যের অর্জনে সর্বসাধারনের আস্থা

নকলায় বৈষম্যবিরোধী ছাত্র সমাজের জনসচেতনতামূলক সভা

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ৪২ বার পঠিত

শেরপুরের নকলায় বৈষম্যবিরোধী ছাত্র সমাজের উদ্যোগে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) নকলা পৌর শহরের নিউমার্কেটের সামনে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শিক্ষার্থী ও জনসাধারণের সচেতনতায় এ সভা করা হয়। সভার শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

জানা গেছে, নকলার বৈষম্যবিরোধী ছাত্র সমাজের ফেইসবুক গ্রæপে এক নোটিশের মাধ্যমে নকলার বৈষম্যবিরোধী ছাত্র সমাজের সমর্থনকারী ছাত্রদের জানান দেওয়া হয়। ওই নোটিশের ভিত্তিতেই সবাই নির্ধারিত সময়ে এই সভায় অংশ গ্রহনের মাধ্যমে কর্মসূচি বাস্তবায়ন করেন।

সভায় দেশব্যাপী উদ্বুদ্ধ পরিস্থিতিতে নকলায় আইন শৃঙ্খলার অবনতি ঠেকাতে ছাত্রদের করণীয় বিষয়ে পরামর্শ মূলক আলোচনা করা হয়। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন ও পুলিশ বিভাগকে সহযোগিতা করার পাশাপাশি সবার সাথে সমন্বয় রেখে নকলায় সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করাসহ সকল অন্যায় অবিচার, ট্রাফিক ব্যবস্থাপনা, যানজট নিরসন, পরিষ্কার পরিচ্ছনা বজায়, সংখ্যালঘুদের যানমাল ও তাদের ধর্মীয় প্রতিষ্ঠানের দিকে কড়া নজর রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়া বাংলাদেশের শান্তি ফিরিয়ে আনতে সংস্কারকামী শিক্ষার্থীরা এদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা তামান্না হোরায়রা, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ গোলাম মোস্তফার সাথে আলাদা ভাবে স্বাক্ষাৎ করে তাদের কর্মপরিকল্পনা বিষয়ে অবগত করেন।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র সমাজের আন্দোলনকে সমর্থনকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শুভাকাঙ্খিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।