দেশব্যাপী উদ্বুদ্ধ পরিস্থিতিতে শেরপুরের নকলায় আইন শৃঙ্খলার অবনতি ঠেকাতে ছাত্রদলের করণীয় বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে উপজেলা ছাত্রদলের আলোচনা ও পরামর্শ মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে উপজেলা ছাত্রদলের আহবায়ক রাসেল মিয়ার নেতৃত্বে উপজেলা ছাত্রদল ও কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন -এঁর সাথে পরামর্শ মূলক সভা করা হয়।
সভায় দেশের অভ্যন্তরীণ সার্বিক পরিস্থিতি বিবেচনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সকল সন্ত্রাসী কর্মকান্ড মোকাবেলা করতে ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়। তাছাড়া কোথাও কোন প্রকার বিশৃঙ্খলার সৃষ্টি হলে বা হওয়ার সম্ভাবনা দেখা দিলে তা শক্ত হাতে প্রতিহত করার আশ্বাস প্রদান করেন ছাত্রদলের নেতৃবৃন্দ।
নকলায় আইন শৃঙ্খলার অবনতি ঠেকাতে ছাত্রদলের নেতৃবৃন্দের শক্ত মনোভাবকে সাদিয়া উম্মুল বানিন স্বাগত জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি বলেন, আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। এসব ছাত্ররাই আগামীতে দেশ পরিচালনা করবে বলে তিনি মন্তব্য করেন। তাই যেকোন উদ্বুদ্ধ পরিস্থিতিতে পরিবেশ নিয়ন্ত্রণে রেখে কিভাবে সহজে আইন শৃঙ্খলার অবনতি রোধ করা যায় তা এই বয়স থেকেই রপ্ত করতে হবে তিনি মনে করেন।
এসময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা তামান্না হোরায়রাসহ উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।