দেশব্যাপী উদ্বুদ্ধ পরিস্থিতিতে শেরপুরের নকলায় আইন শৃঙ্খলার অবনতি ঠেকাতে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে আলোচনা ও পরামর্শ মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে উপজেলা বিএনপির আহবায়ক খোরশেদুর রহমানের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য এনামুল হক রিপনের সঞ্চালনায় সভায় উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মুক্তার, পৌর বিএনপির আহবায়ক কামরুল আলম খান লিটন বিএসসি, পৌর বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সদস্য রাব্বীনুর চৌধুরীসহ উপজেলা ও পৌর বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
বক্তারা উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কাজ, কাজের পরিধি ও কাজের গুরুত্ব তাৎপর্য তুলে ধরেন। বিশেষ করে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে তারা বলেন, বিএনপি একটি স্বচ্ছ রাজনৈতিক দল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করা ও হামলা-মামলা, লুটপাট বিএনপির কাম্য নয়। দেশের রাষ্ট্রীয় সম্পদ কারো ব্যক্তিগত নয়। তাই সরকারি সম্পদ ও জনগনের যানমালসহ ধর্মীয় প্রতিষ্ঠান সমূহ রক্ষা করার দায়িত্ব সকলের। তাই দেশের অভ্যন্তরীণ সার্বিক পরিস্থিতি বিবেচনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সকল সন্ত্রাসী কর্মকান্ড মোকাবেলা করতে দলীয় নেতাকর্মীদের সর্বদায় সতর্ক অবস্থানে থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। কেউ আইন শৃঙ্খলা পরিস্থিতির বিঘœ ঘটালে বা ঘটানোর চেষ্টা করে উপজেলার সুনাম নষ্ট করলে তাকে প্রয়োজনে শাস্তির আওতায় আনা হবে বলেও হুশিয়ারি দেওয়া হয়।
এসময় উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, শ্রমিক দল, মৎস্যজীবী দল, ছাত্রদল ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।