শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
নকলায় শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার প্রদান নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু শেরপুরসহ দেশের ২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ নকলার ইউএনও’র সাথে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের বিদায়ী শুভেচ্ছা বিনিময় নকলার ইউএনও ও সমাজসেবা কর্মকর্তাকে অফিসার্স ক্লাব কর্তৃক বিদায় সংবর্ধনা নকলায় সাংবাকিদের সাথে বিদায়ী ইউএনও’র মতবিনিময় সভা নকলায় বৈষম্যবিরোধী ছাত্রদের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন নকলার ইউএনও সাদিয়া উম্মুল বানিনকে প্রেসক্লাব কর্তৃক বিদায় সংবর্ধনা শেরপুরের নবাগত পুলিশ সুপার আমিনুল ইসলাম দায়িত্ব গ্রহণ করেছেন নকলা প্রেসক্লাব’র উন্নয়নে তারুণ্যের অর্জনে সর্বসাধারনের আস্থা

শেরপুরের নালিতাবাড়ীতে গায়েবানা জানাযা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ৬০ বার পঠিত

শেরপুরের নালিতাবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের গায়েবানা জানাযা নামাজ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নালিতাবাড়ী উপজেলা শাখার উদ্যোগে উপজেলার গড়কান্দা মহিলা মাদ্রাসা মাঠে এই নামাজ অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় কমিটির কর্মসূচীর অংশ হিসেবে শহীদদের গায়েবানা জানাযা নামাজের আগে ইসলামী ছাত্র শিবির নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে স্মৃতিচারন মূলক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান আলোচক হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক বিতর্ক সম্পাদক গোলাম কিবরিয়া ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নালিতাবাড়ী উপজেলা শাখার আমির মাওলানা আফসার উদ্দিন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী নালিতাবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন প্রমুখ।

জানাযা নামাজে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসলিম জনগণ অংশ গ্রহন করেন।

জানাযা নামাজ শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কমনায় এবং শোকসন্তপ্ত পরিবারের সুখ-শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। এছাড়া দেশ-জাতির মঙ্গল কামনায় এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে উদ্বুদ্ধ বিশৃঙ্খলা পরিস্থিতি নিরসনে ও আইন শৃঙ্খলার উন্নতি কামনায় দোয়া করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।