বহুদিন ধরে সাধারণ জনতা
সূর্যোদয় দেখেনি
জালিমের উগ্র থাবার ভয়ে।
আগামীকাল যে সূর্যের উদয় হবে
তাতে থাকবে ছাত্র জনতার রক্তের
আভায় প্রথমে লালাকৃতি।
অতঃপর তাদের ত্যাগের দ্বীপ্তি ছড়িয়ে
জাতিকে নতুন এক আলোক দিবে।
এতে ভবিষ্যত জালিমের চক্ষু ঝলসে যাবে
জাতিকে স্মরণ করিয়ে দিবে তারুণ্যের
সামনে কোনো শক্তি টিকবার নয়।
লেখক:
-লোহিত আঁখি (ছদ্দ নাম)