অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার (৫ আগস্ট) বিকেল ৩টা ৫০ মিনিটে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন সেনাপ্রধান।
সেনাপ্রধান বলেন, সেনাবাহিনীর প্রতি আস্থা রাখুন। আমি জনগণের জানমালের দায়িত্ব নিচ্ছি। আপনারা আশাহত হবেন না। আপনাদের সব দাবি পূরণ করা হবে, সব হত্যাকাণ্ডের বিচার হবে। প্রতিটি অন্যায়ের বিচার হবে।
সবাইকে নিয়ে একটি সুন্দর দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে সেনাপ্রধান বলেন, দেশটা সবার। আসুন আমরা সবাই মিলে সুন্দর ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার করি। এসময় ধ্বংসাত্মক কার্যক্রম পরিহার করে সবাইকে ঘরে ফেরার আহ্বান জানান সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।
দুপুরে সেনা সদরদপ্তরে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এতে জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, জামায়াতে ইসলামের আমীর ডা. শফিকুর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুলসহ অনেকে অংশ নিয়েছিলেন।