শেরপুরের নকলায় পিকআপ ভ্যানের চাপায় শাপলা বেগম (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ওই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো দুইজন। পহেলা আগস্ট বৃহস্পতিবার উপজেলার গণপদ্দী ইউনিয়নের পূর্ব চিথলিয়া এলাকায় ঢাকা-শেরপুর মহাসড়কে ঘটনাটি ঘটে।
শাপলা বেগম চিথলিয়া গ্রামের আলম মিয়ার স্ত্রী। আর আহতরা হলেন নিহত শাপলা বেগমের ছেলে তাওহীদ (৩) ও একই এলাকার সমেস মিয়া (৬৫)। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সমেস মিয়া, শাপলা বেগম ও তার শিশু ছেলে তাওহীদ রাস্তার পাশদিয়ে যাচ্ছিলেন। এমন সময় শেরপুর থেকে ছেড়ে আসা ঔষধ পরিবহনকারী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে তাদেরকে চাপা দিয়ে রাস্তার পাশে আটকে যায়। এতে শাপলা বেগম ঘটনা স্থলেই মারা যান এবং সমেস মিয়া ও তাওহীদ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শাপলা বেগমকে মৃত ঘোষণা করেন এবং সমেস মিয়া ও শিশু তাওহীদাকে উন্নত চিকিৎসার জন্য দ্রæত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এদিকে পিকআপ ভ্যানের চালক জুবায়ের মুন্সি (২৭) কে হাতেনাতে আটক করে থানা পুলিশের হাতে সোপর্দ করেছেন স্থানীয় জনগণ।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তারা দূর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাছাড়া পিকআপ ভ্যানটি জব্দ করে প্রাথমিক ভাবে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে বলে ওসি আব্দুল কাদের মিয়া জানান।