শেরপুরের নকলায় বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) ২০২৪ এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার পাইস্কা বাইপাস এলাকাস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে নকলা পৌরসভা একাদশ ২-০ গোলে উপজেলার ৬ নং পাঠাকাটা ইউনিয়ন একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি সাদিয়া উম্মুল বানিন-এঁর সভাপতিত্বে টুর্নামেন্টের সমাপণী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছামিউল হক মুক্তার সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার উপদেষ্টা এ.কে.এম মাহবুবুল আলম সোহাগ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হামযা কনক ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা তামান্না হোরায়রা।
খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের অধিনায়ক ও টিম ম্যানেজারসহ টিমের সকলের হাতে ট্রফি তুলেদেন। এছাড়া সেরা খেলোয়াড়দের ক্রেস্ট, মেডেল এবং খেলা পরিচালনায় সংশ্লিষ্ট কর্মকর্তা ও রেফারীদের হাতে শুভেচ্ছা পুরস্কার তুলে দেওয়া হয়।
এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লাকী আক্তার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান ও আনিসুর রহমান সুজা, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুল আলম আজাদ আলমগীর, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম হাফিজ সোহেল, সাংগঠনিক সম্পাদক রেজাউল হক হীরা ও আব্দুর রশিদ সরকারসহ বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, নকলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ মোশারফ হোসাইন, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন ও নূর হোসেন, দপ্তর সম্পাদক সেলিম রেজা, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন, সদস্য রেজাউল হাসান সাফিত ও তরুন সাংবাদিক হাসান মিয়াসহ প্রেস ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন গনমাধ্যমকর্মী, নকলা পৌরসভার নির্বাহী কর্মকর্তা (সচিব) মনিরুল হাসান আজাদ, সহকারী কর আদায়কারী মোশাররফ হোসেন ও গৌড় দেবনাথ, প্যানেল মেয়র ইন্তাজ আলী, কাউন্সিলর জরিফ হোসেন, নূরে আলম সিদ্দিক, ফরিদ আহম্মেদ লালন, তোতা মিয়া, জিয়াউল হক, ইয়াদ অলী ও রফিকুল ইসলাম; সার্ভেয়ার রফিকুল ইসলাম স্বপন, স্বাস্থ্য সহকারী জান্নাতুল ফেরদৌস সৌরভ, সুপার ভাইজার ফজলে রাব্বী রাজনসহ পৌরসভায় কর্মরত অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগন; উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা ক্রীড়া সংস্থা ও বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ ও খেলোয়াড়গন, পাঠাকাটা ইউপির মেম্বার ও গ্রাম পুলিশগন, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের ক্রীড়া ব্যক্তিত্ব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক ও শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি পেশার অগণিত দর্শক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৯ জুন শনিবার বিকেলে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন-এঁর সভাপত্বিতে বালক অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের উপনেতা কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক কৃষি মন্ত্রী সংসদীয় আসন ১৪৪ (শেরপুর-২) এর এম.পি বেগম মতিয়া চৌধুরী মোবাইল কনফারেন্সের মাধ্যমে (ভার্চ্যুয়াল) উদ্বোধন ঘোষণা করেন।