জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ (৩০ জুলাই থেকে ৫ আগষ্ট) উদযাপন উপলক্ষ্যে শেরপুরের নকলায় র্যালী, মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভাসহ সেরা মাছ চাষীদের মাঝে মৎস্য পুরষ্কার প্রদান করা হয়েছে। ‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে ধারন করে জাতীয় মৎস্য সপ্তাহ বাস্তবায়ন কমিটির আয়োজনে বুধবার (৩১ জুলাই) এসব অনুষ্ঠিত হয়।
র্যালি শেষে সরকারি জলাশয় ও পুকুরে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়। এরপরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন-এঁর সভাপতিত্বে ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মোঃ অনিক রহমান’র সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে শ্রেষ্ঠ মাছ চাষীদের মাঝে মৎস্য পুরষ্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম মাহবুবুল আলম সোহাগ এবং বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্মসাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হামযা কনক ও লাকী আক্তার উপস্থিত ছিলেন।
এছাড়া অন্যান্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা তামান্না হোরায়রা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুর, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফেরদৌস রহমান জুয়েল ও আব্দুল খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান ও আনিসুর রহমান সুজা; তথ্য ও গবেষণা সম্পাদক আঞ্জুমান আরা বেগম রুমি, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সুহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম হাফিজ সোহেল, সাংগঠনিক সম্পাদক রেজাউল হক হীরা, ছামিউল হক মুক্তা ও আব্দুর রশিদ সরকার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. মুহাম্মদ ইসহাক আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমান, কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, ইসলামিক ফাউন্ডেশনের নকলা উপজেলার সুপারভাইজার নজরুল ইসলাম ও নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুকসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তর প্রধানগন, উপজেলা মৎস্য অফিসে কর্মরত বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীগন, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগন, বিভিন্ন মৎস্যজীবী সমিতির নেতৃবৃন্দ ও মৎস্যচাষীরা উপস্থিত ছিলেন।