জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ (৩০ জুলাই থেকে ৫ আগষ্ট) সফলতার সহিত সম্পন্ন করতে শেরপুরের নকলায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মোঃ অনিক রহমান।
এ উপলক্ষ্যে ‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে ধারন করে মঙ্গলবার (৩০ জুলাই) উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মোঃ অনিক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ক্ষেত্র সহকারী হাফিজ উদ্দিনসহ অনেকে বক্তব্য রাখেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মোঃ অনিক রহমান বলেন, মাছকে দ্বিতীয় প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী সম্পদ হিসেবে গড়ে তুলতে সরকার নিরলস কাজ করছে। মৎস্য বিভাগের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বদ্ধ জলাশয়ে মৎসচাষ সম্প্রসারণসহ মাছ চাষে আধুনিকীকরণ, উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ, বিল নার্সারি স্থাপন, মৎস অভয়াশ্রম স্থাপনসহ মৎস্যজাত পণ্য বৃদ্ধি, রপ্তানি ও নিরাপদ মাছ সরবরাহের জন্য মৎস্য অধিদপ্তর নিরলস কাজ করে যাচ্ছে।
কৃষিবিদ অনিক রহমান জানান, বুধবার জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে র্যালী, মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভাসহ সেরা মাছ চাষীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হবে।
তিনি আরো জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন-এঁর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম মাহবুবুল আলম সোহাগ এবং বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্মসাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হামযা কনক ও লাকী আক্তার উপস্থিত থাকবেন।