সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৫:৩৭ অপরাহ্ন

নকলায় পুকুরে ডুবে মানসিক ভারসাম্যহীন একজনের মৃত্যু

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ২৯ জুলাই, ২০২৪
  • ২৪৪ বার পঠিত

শেরপুরের নকলায় পুকুরের পানিতে ডুবে মানসিক ভারসাম্যহীন আইয়্যুব আলী (৩৮) নামে এক জনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার পাঠাকাটা ইউনিয়নে এ ঘটনাটি ঘটে। সে পাঠাকাটা ইউনিয়নের নামাকৈয়াকুড়ি গ্রামের নাজিম উদ্দিনের ছেলে এবং দুই কন্যা সন্তানের জনক ছিলেন।

নিহতের ভাতিজা আশিকুর রহমান জানান, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে তার চাচা আইয়্যুব আলী বাড়ি থেকে বেড় হয়ে সকাল ১০টা বেজে গেলেও বাড়িতে ফিরে আসেনা। পরে পরিবারের লোকজন তাকে সম্ভাব্য জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে সাড়ে ১০টার দিকে আশিকুর রহমান তাদের বাড়ির পাশের এক পুকুরে তার চাচার মরদেহ ভাসতে দেখেন। পরে স্থানীয়রা পুকুর থেকে আইয়্যুব আলীর মরদেহ উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কয়েক বছর আগে আইয়্যুব আলীর ব্রেইন টিউমার অপারেশন করার পরে সে মানসিক ভারসাম্যহীন হয়ে যায়। এর পরথেকে সে নিজের মতকরে এদিক সেদিক ঘুরাঘুরি করলেও কারো সাহায্য ছাড়াই বাড়িতে ফিরে আসত।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া পুকুরের পানিতে ডুবে মানসিক ভারসাম্যহীন আইয়্যুব আলীর মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, খবর পেয়ে নকলা থানার তদন্ত কর্মকর্তা আবুল কাসেম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এবিষয়ে নকলা থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।