শেরপুরের নকলায় বিদ্যুৎস্পৃষ্টে সুজন মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। সে উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের নারায়নখোলা এলাকার এনামুল হকের ছেলে। শনিবার সন্ধ্যার দিকে এ ঘটনাটি ঘটে।
নিহতের ছোট ভাই মিজান মিয়া জানান, সুজন মিয়া দেড় মাস আগে বিয়ে করেছেন। এখনো তার হাতের মেহেদী মোছেনি। সে গরুর খাবারের জন্য খড় আনতে বড় ভাইয়ের শশুড় মনছুর আলীর বাড়ি পৌরসভার মমিনাকান্দায় যায়। কিন্তু খড় পরিবহনের জন্য কোন যানবাহন নাপাওয়ায় রাতে সেখানেই থাকার মনস্থির করেন। থাকার ঘরের বৈদ্যুতিক পাখার নষ্ট লাইন ঠিক করতে গিয়ে সুজন মিয়া বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সুজন মিয়াকে মৃত ঘোষণা করেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া বিদ্যুৎস্পৃষ্টে এক যুবক নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এবিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।