শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০১:৩৩ পূর্বাহ্ন

নকলায় পারিবারিক পুষ্টি বাগানের জন্য বীজ সার ও গাছের চারাসহ কৃষি উপকরণ বিতরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ২৪ জুলাই, ২০২৪
  • ১৩৩ বার পঠিত

শেরপুরের নকলায় অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রদর্শনীর জন্য কৃষকের মাঝে বিভিন্ন শাক সবজির বীজ, সার, বিভিন্ন ফল গাছের চারা, গার্ডেন নেট ও পানির ঝাঝড়িসহ বিভিন্ন কৃষি উপকরণ কৃষকের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরের দিকে উপজেলা কৃষি অফিসের সামনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী-এর সভাপতিত্বে সংক্ষিপ্ত পরিসরে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি শেরপুর খামার বাড়ির অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) কৃষিবিদ হুমায়ূন কবীর উপস্থিত থেকে ৪৮৩ জন কৃষক কৃষাণীর হাতে বিভিন্ন শাক সবজির বীজ, সার, বিভিন্ন ফল গাছের চারা, গার্ডেন নেট ও পানির ঝাঝড়িসহ বিভিন্ন উপকরণ উপকরণ তুলেদেন।

এসময় উপজেলা কৃষি অফিসে কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগন, বিভিন্ন বøকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাগন, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলার বিভিন্ন এলাকা থকে আগত সুবিধাভোগী কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিসের দেওয়া তথ্য মতে, অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় নতুন করে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন ও পুনরায় স্থাপনের জন্য প্রতিটি কৃষককে মৌসুমী শাক সবজির আবাদ বৃদ্ধির লক্ষ্যে লাল শাক, ডাটা, মূলা, গিমা কলমি, মরিচ ও শিমসহ বিভিন্ন জাতের বীজে; সবজির বাগান ভেড়া দেওয়ার জন্য গার্ডেন নেট, সেচ দেওয়ার জন্য একটি করে ঝাঝড়ি এবং একটি করে উন্নত জাতের আম, লিচু, মাল্টা, লেবু ও পেয়ারার চারা এবং প্রয়োজনীয় সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।