শেরপুরের নকলায় ২০২৩-২৪ অর্থ বছরের উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় দরিদ্র অসচ্ছল ৫৮টি পরিবারের মাঝে একটি করে টিউবওয়েল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরের দিকে উপজেলার পাঠাকাটা ইউনিয়ন পরিষদের সামনে এসব বিতরণ করা হয়।
পাঠাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম-এঁর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন সুবিধাভোগী পরিবার প্রধানের হাতে টিউবওয়েল তুলেদেন।
কৈয়াকুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম-এঁর সঞ্চালনায় অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে ইউপি সদস্য রুবেল মিয়া, আদম শফিক, হামিদুল ইসলাম, বাজু মিয়া, মাফিজুল ইসলাম, নজরুল ইসলাম বাবু, আমজাদ আলী, ওবায়দুল হক, সার্ভেয়ার হযরত আলী, এলজিডি কার্য সহকারী মেহেদী হাসান, নকলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও ইউনিয়ন উদ্যোক্তা সেলিম রেজা, সুবিধাভোগী পরিবারের জনগন ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।