বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
ফুল ও গাছের চারা বিক্রি করে বছরে সঞ্চয় লাখ টাকা নকলায় জিয়া মঞ্চ’র উপজেলা কমিটি গঠন বিষয়ক আলোচনা সভা শেরপুরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য নিয়ন্ত্রনে ব্যবসায়ী নেতাদের সাথে মতবিনিময় নকলায় সড়ক দুর্ঘটনায় নাতির পর মারা গেলেন নানি কৃষি বিভাগ ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে উপজেলা জুড়ে তালগাছ ৪ ডিসেম্বর ঝিনাইগাতী মুক্ত দিবস বাংলাদেশের চিলমারীর রিকতা বিশ্বের প্রভাবশালী নারীদের তালিকায় নকলায় সড়ক দুর্ঘটনায় নাতী নিহত, নানী আহত নকলায় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা পুরষ্কার বিতরণ বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সাংবাদিক সংস্থার প্রধান কার্যালয় উদ্বোধন

বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের বর্ষপূর্তি উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ১২২ বার পঠিত

ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের বর্ষপূর্তি উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। সোমবার (১৫ জুলাই) দুপুরের দিকে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে “মিট দ্যা প্রেস” অনুষ্ঠান করা হয়।

“মিট দ্যা প্রেস” এ অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস, ময়মনসিংহ প্রেসক্লাবের সহসভাপতি দৈনিক আজকের খবর-এর সম্পাদক মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক অমিত রায়, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকন, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটি (একাংশের) সভাপতি সাইফুল ইসলাম, দৈনিক স্বদেশ সংবাদ পত্রিকার সম্পাদক জগদীশ চন্দ্র সরকার, দৈনিক জাহান পত্রিকার নির্বাহী সম্পাদক আব্দুল হাসিম, ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন, শেখ মহিউদ্দিন আহমেদ, দৈনিক কালের কন্ঠ’র স্টাফ রিপোর্টার নিয়ামুল কবীর সজল, এখন টিভির বিশেষ প্রতিনিধি হারুনুর রশীদ, চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার সুলতান মাহমুদ কনিকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে জানান, বিশ্বের অন্যতম জনপ্রিয় রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতি ও সকল অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে ময়মনসিংহ বিভাগকে দুনীর্তিমুক্ত করতে এবং জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে সাংবাদিকসহ সব পেশাশ্রেণী জনগনের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি। বিভাগীয় কমিশনার কার্যালয়ের জন্য তথা আধুনিক ভবনসম্বলিত একটি বিভাগীয় সদর দপ্তর স্থাপনের ব্যাপারে গৃহীত পরিকল্পনা সমূহ সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন বিভাগীয় কমিশনার। এই সদর দপ্তরটি আগামীতে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন হতে পারে বলে তিনি মন্তব্য করেন। এর জন্য সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। এছাড়া ময়মনসিংহের সার্বিক উন্নয়নে সরকারের সকল উন্নয়ন, সম্ভাবনা ও অসঙ্গতি সমূহ তাদের লেখনীর মাধ্যমে দেশ বিদেশের জনগণের কাছে তুলে ধরেত সাংবাদিকদের অনুরোধ জানান তিনি।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।