দেশের সর্বাধিক জনপ্রিয় বাংলাদেশ টেলিভিশনের শিক্ষা, তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান “ইত্যাদি” হচ্ছে ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলাকে ঘিরে। এই অনুষ্ঠানের আগামী পর্বের সকল কার্যক্রম প্রায় শেষের দিকে।
দেশ বিদেশের দর্শক নন্দিত ইত্যাদি’র পরবর্তী অনুষ্ঠানের কয়েকটি পর্ব দর্শক উপস্থিতিতে ধারণ করার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৫ টার সময় শুরু হবে জেলার নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকো পার্কে।
দর্শকের উপস্থিতিতে ধারণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে অতিথিদের হাতে এরই মধ্যে আমন্ত্রণপত্র পৌঁছানো হয়েছে। জেলা প্রশাসকের মাধ্যমে জেলার সব কয়টি উপজেলার অতিথিদের জন্য নির্ধারিত দাওয়াতপত্র পৌঁছে দেওয়া হয়।
দাওয়াত পত্রটি হলো- “বাংলাদেশ টেলিভিশনের শিক্ষা, তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান “ইত্যাদি” এর পরবর্তী অনুষ্ঠানের কয়েকটি পর্ব দর্শক উপস্থিতিতে ধারণ করা হবে। স্থান নির্ধার করা হয়েছে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকো পার্কে। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৫ টায় (০৫ঃ৩০ মিনিট) শুরু হবে।” দাওয়াত পত্রটি ইত্যাদির পরিচালকের বরাতে বিনামূলে প্রদান করা হয়েছে।
তবে দর্শকের উপস্থিতিতে ধারণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে অতিথিদের জন্য বেশ কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে। শর্ত সমূহ হলো- নির্ধারিত সময়ের মধ্যে আসন গ্রহণ করতে হবে। একটি আমন্ত্রণপত্র একজনের জন্য প্রযোজ্য হবে। ১৪ বছরের কম বয়সী শিশুদের সঙ্গে আনা যাবে না। কোন প্রকার হ্যান্ডব্যাগ ও ক্যামেরা সঙ্গে নেওয়া যাবে না। ইত্যাদির ভিডিও ধারণ চলাকালীন সময় মোবাইল ফোন বন্ধ রাখতে হবে।