জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর “সোনার বাংলা” গড়ার প্রত্যয়ে শুদ্ধাচার চর্চা বিষয়ক বিভিন্ন সূচকে অবদানের স্বীকৃতিস্বরূপ শেরপুরের নকলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন-কে শুদ্ধাচার পুরস্কার পাওয়ায় উপজেলা যুব ফোরামের উদ্যোগে ও ব্যবস্থাপনায় সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরের দিকে উপজেলা যুব ফোরামের আহŸায়ক মোঃ নুর হোসেনের নেতৃত্বে যুব ফোরামের নেতৃবৃন্দ ইউএনও’র অফিস কক্ষে গিয়ে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলেদেন।
এসময় সুইস এজেন্সী ফর ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন (এসডিসি)-এর অর্থায়নে পরিচালিত আস্থা প্রকল্পের স্বাবলম্বী উন্নয়ন সমিতির শেরপুর ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ফিরোজ আহমেদ, আস্থা প্রকল্পের ফিল্ড অফিসার সাইকা উম্মাশীহ্, নকলা প্রেস ক্লাবের সদস্য ও আস্থা প্রকল্পের যুগ্ম আহবায়ক রেজাউল হাসান সাফিত, সদস্য তরুন সাংবাদিক হাসান মিয়া ও গোলাম আহমেদ লিমন এবং নকলা প্রেস ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১৮টি গুণাবলির ভিত্তিতে শুদ্ধাচার পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। এতে নকলার ইউএনও সাদিয়া উম্মুল বানিন সর্বোচ্চ স্কোর অর্জন করায় তাকে এ পুরস্কার বিজয়ী ঘোষণা করা হয়। তিনি শুদ্ধাচার চর্চা বিষয়ক বিভিন্ন সূচকে অবদানের স্বীকৃতিস্বরূপ শুদ্ধাচার পুরস্কার ২০২৩-২৪ এর “গ্রেড ০৪-০৯” ক্যাটাগরিতে শুদ্ধাচার পুরস্কার বিজয়ী হন।
উল্লেখ্য, সাদিয়া উম্মুল বানিন ২০২৩ সালের ১৭ এপ্রিল শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ে নকলার ইউএনও হিসেবে যোগদান করেন এবং ৫ মে (সোমবার) নকলা উপজেলায় কাজে যোগদান করেন।