শেরপুরের নকলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরী করা ও মেয়দহীন খাবার মজুদ রাখার অপরাধে পৌরসভার জালালপুর এলাকার আল-আমিন ব্রেড এন্ড কনফেকশনারির মালিক আকরাম হোসেনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে এই অর্থদÐাদেশ প্রদান করা হয়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা ও মেয়াদহীন হওয়ায় জনস্বাস্থ্যের হুমকি বিবেচনায় খাদ্য সামগ্রী জনসম্মূখে ধ্বংস করে দেওয়া হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ বিভাগের সদস্যসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।