শেরপুরের নকলায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগে আক্রান্ত রোগীদের মাঝে সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন-এঁর সভাপতিত্বে এসব চেক বিতরণ করা হয়। উপজেলার ২৮জন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের প্রতিজনে ৫০ হাজার টাাক করে মোট ১৪ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম মাহবুবুল আলম সোহাগ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুর, জেলা পরিষদ সদস্য ছানোয়ার হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লাকি আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী, সুবিধাভোগী রোগী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।