বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নকলায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ওলামা ঐক্য পরিষদের আলেচনা সভা বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের কাওয়ালী সন্ধ্যা নকলায় স্বপ্ন প্রকল্পের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন দেশব্যাপী পরিচিত নকলার কৃতি সন্তান কবি মার্জেনা চৌধুরী আমাদের মাঝে আর নেই শেরপুরে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে শেরপুর টিটিসিতে আলোচনা সভা দোয়া মাহফিল শেরপুরের নালিতাবাড়ীতে জালে আটকা পড়া অজগর বনে অবমুক্ত শেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম সাময়িক স্থগিত ঘোষণা শেরপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে এসপি’র সৌজন্য সাক্ষাৎ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাকে হত্যার প্রতিবাদে নকলায় বিক্ষোভ মিছিল সামবেশ নকলায় ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল

বাকৃবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি মিথিলা সা.সম্পাদক সজীব

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ২৯ বার পঠিত

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। মৃত্তিকা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নিশাত আনজুম মিথিলাকে সভাপতি ও কৃষি অনুষদের শিক্ষার্থী সজীব দাসকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্যরা হলেন, সহসভাপতি মাহমুদুল হাসান রাকিব, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আবু ইউসুফ, দপ্তর সম্পাদক সোহেল রানা, অর্থ সম্পাদক কবিরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আজিজুল ইসলাম এবং সদস্য রাকিব আহমেদ, সুজন আহমেদ, নিবিড় কান্তি রায় ও কাজী সাকিবুর রহমান।

এই উপলক্ষ্যে শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বাকৃবি শাখার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আয়োজনে ২৪তম কাউন্সিলের আয়োজন করা হয়। অধিবেশনের আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে গঠিত কমিটির নেতৃবৃন্দের নাম ঘোষণা করা হয়।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বাকৃবি শাখার সহসভাপতি রাকিব আহমেদ-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ ও সম্পাদকমন্ডলীর সদস্য জনার্দন দত্ত নান্টু, সদস্য ডা. মনীষা চক্রবর্তীম, প্রগতিশীল কৃষিবিদ কেন্দ্রের সভাপতি ড. শামসুল হোসেন ও বাসদের পাঁচ নম্বর জোনের ইনচার্জ ইমাম হোসেন খোকন প্রমুখ। এসময় সংগঠনটির কেন্দ্রীয় কমিটি ও বাকৃবি শাখা কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।